Friday, August 22, 2025

প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে মেয়ের ধর্ষককে গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের

Date:

প্রকাশ্য দিবালোকে আদালতের গেটের সামনে মেয়ের ধর্ষককে (Daughter’s Rapist) গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের (Retired BSF Jawan)। তাঁর নাবালিকা মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতেই ওই যুবককে হত্যা করেন বলে খবর। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

ইতিমধ্যেই ধর্ষিতার বাবা এবং দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে। এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন উঠছে, কীভাবে কেউ অস্ত্র নিয়ে আদালত চত্বরে প্রবেশ করে।

আরও পড়ুন-আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের (Bihar) মুজফফরপুরের (Mujaffarpur) বাসিন্দা। ২ মাস আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি। তারপরই আদালত চত্বরে বিএসএফের প্রাক্তন জওয়ান তাকে গুলি করে খুন করেন।

এডিজি, গোরক্ষপুর জোন, অখিল কুমার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, এই ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দেন আইনজীবীদের। সতর্কতা হিসেবে আদালতের বাইরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বিএসএফের প্রাক্তন জওয়ান ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ধর্ষিতাকে। তার পরই দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। দু’মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version