Saturday, November 8, 2025

ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন ময়দান কাঁপানো কিংবদন্তি সুভাষ ভৌমিক

Date:

প্রয়াত ময়দানের কিংবদন্তি ফুটবল কোচ সুভাষ ভৌমিক (Subash Bhowmick)। দীর্ঘদিন ধরে তিনি সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একবালপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল, শুক্রবার সুভাষ ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্কটজনক অবস্থায় চলে গিয়েছিল তিনি। অবশেষে জীবনযুদ্ধের লড়াই শেষ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

শারীরিক অবস্থার অবনতি খবর পেয়েই সুভাষ ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছিল বাংলার তিন প্রধান, আইএফএ। আগামী সপ্তাহেই তার কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা ছিল। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর সতীর্থ ফুটবলাররাও।এগিয়ে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসও। কিন্তু শেষরক্ষা হল না। আজ, শনিবার ভোররাতে বাংলার আপামর ফুটবলপ্রেমীকে কাঁদিয়ে চলে গেলেন ময়দানের ভোম্বলদা।

ফুটবলার জীবনে সুভাষ ভৌমিক ছিলেন একজন দক্ষ স্ট্রাইকার। বিপক্ষের রক্ষণকে ছারখার করে একের পর এক বল জালে জড়িয়েছেন। ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি হাজার ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সুভাষ ভৌমিক। সেবার এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

এরপর কোচিং ক্যারিয়ারেও একের পর এক সাফল্য। সুভাষ ভৌমিকের হাত ধরেই ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ ঘরে এনেছিল। ২০০৩ সালে সুভাষ ভৌমিকের তত্ত্বাবধানে লাল-হলুদের আশিয়ান কাপ জয় ময়দানের সোনালী ইতিহাস। শুধু ইস্টবেঙ্গল নয়, মোহনবাগান ও মহমেডানের কোচিং করিয়েও সাফল্য পেয়েছিলেন সুভাষ ভৌমিক। এছাড়া গোয়ার সালগাওকার এবং চার্চিল ব্রাদার্সের কোচ হিসেবেও সুনাম অর্জন করেছিলেন এই বাঙালি কোচ। তাঁর মৃত্যু বাংলার ফুটবলে নক্ষত্র পতন। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান ঘটল।

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version