Saturday, August 23, 2025

কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account ) সারা বছর কত টাকা লেনদেন হচ্ছে, তার উপরে নজর থাকে আয়কর দফতরের (Income-tax Department)। কোনও রকম গলদ দেখলে তদন্ত হতে পারে সে বিষয়ে। সেই কারণে সব সময় বড় অঙ্কের লেনদেনের হিসেব আয়কর দফতরকে জানানো উচিত। বিভিন্ন সরকারি এজেন্সিগুলির নিয়মিত যোগাযোগ থাকে আয়কর দফতরের সঙ্গে। ফলে লেনদেনের খবর পৌঁছে যায় আয়কর আধিকারিকদের কাছে।

ঠিক কত পরিমাণে লেনদেন কীভাবে করা যাবে?

• কোনও একজন একসঙ্গে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা তাঁর স্থায়ী আমানতে বিনিয়োগ করতে পারেন।

• প্রতিটি ব্যাঙ্কের ম্যানেজার বা বিনিয়োগ কর্তার কাছে নির্দেশ আছে, তিনি যেন একজনকে স্থায়ী আমনতে এক সঙ্গে ১০ লক্ষের থেকে বেশি অর্থ বিনিয়োগ করতে না দেন।

• যদি কোনও ব্যক্তি স্থায়ী আমানতে বিনিয়োগের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে যান, তবে ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

• এক অর্থবর্ষে ১০ লক্ষ টাকার বেশি নগদ বিনিয়োগ করলে আয়কর দফতরের থেকে নোটিশ পাওয়ার সম্ভাবনা।

• কোনও গ্রাহক যদি নিজের অ্যাকাউন্ট থেকে থেকে বছরে ১০ লক্ষের বেশি নগদ তোলেন, তা হলে সেই বিষয়টিও আয়কর দফতরের কাছে প্রকাশ করতে হবে। চলতি অ্যাকাউন্টে এর সর্বোচ্চ মাত্রা ৫০ লক্ষ টাকা।

• ক্রেডিট কার্ডের বিলে এক লক্ষের বেশি অঙ্কের অর্থ নগদে মেটানোর কথা আয়কর দফতরকে জানাতেই হবে।

• এক অর্থবর্ষে একজনের ১০ লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডে বিল মেটানোর কথাও আয়কর দফতরকে জানাতেই হবে।

• কোনও ভাবেই যেন কোনও ব্যক্তি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে না যান। ক্রেডিট কার্ডের বিনিময়গুলির দিকে আয়কর দফতর নজর রাখে। বছর শেষে আয়কর রিটার্ন দাখিলের সময় এই ধরনের বিনিময় অবশ্যই জানানো উচিত।

• যে কোনও মূল্যের স্থায়ী সম্পত্তি বিক্রি বা ক্রয়ের নিবন্ধীকরণের ক্ষেত্রে তা আয়কর রিটার্ন ফাইল করার সময় অবশ্যই প্রকাশ করা প্রয়োজন।

• ক্রেতা ও বিক্রেতা উভয়কেই তাঁর আয়কর দাখিলের সময় আয়ের সঠিক বিবরণ দিতে হবে।

• শেয়ার, যৌথ পুঁজি, ঋণপত্র এবং বন্ড সম্পর্কিত বিনিময়গুলির ক্ষেত্রেও নগদ টাকার লেনদেন কোনও ভাবেই ১০ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।

• যদি কোনও খরচ বা বিনিময় বিপুল অঙ্কের টাকার লেনদেনের তালিকায় তালিকাভুক্ত হয়, তবে এআইআর-এর ২৬এএস ফর্মের পার্ট ই-এর জায়গাটি দেখতে হবে।

• একটি অর্থবর্ষ কোনও একন যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লক্ষের বেশি অঙ্কের অর্থ বিদেশি মুদ্রার বিনিয়োগ বা লেনদেনে করেন বা বৈদেশিক ভ্রমণে দু’লক্ষ টাকার উপর খরচ করেন তবে তা আয়কর দফতরকে আয়কর রিটার্ন এর মাধ্যমে জানাতে হবে।

সঠিক ভাবে নিয়ম মেনে যথযথ আয়কর রিটার্ন জমা দিলে এই বিষয় সংক্রান্ত কোনও সমস্যাতেই পড়তে হবে না।

আরও পড়ুন:Purulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version