Monday, May 12, 2025

Lalgarh:ভিজে মাটিতে পায়ের ছাপ মিলতেই ‘দক্ষিণরায়ের’ আতঙ্কে ভুগছে লালগড়বাসী

Date:

এবার লালগড়ে বাঘের আতঙ্ক! চারিদিকে পায়ের ছাপ। তবে সেই ছাপ বাঘেরই কিনা তা নিয়ে নিশ্চিত নয় কেউই। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় মাঝেমধ্যেই উধাও হচ্ছে গবাদি পশু। কখনও কখনও জঙ্গলে মিলছে আধখাওয়া পশুর দেহ। আর তাতেই গ্রামবাসীদের দাবি, এলাকায় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণরায়। যদিও বনদফতরের দাবি, বাঘ নয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে নেকড়ে বাঘ।

আরও পড়ুন:Purulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী

গত পাঁচদিন ধরেই লালগড়ে এই পায়ের ছাপের দেখা মিলেছে। প্রথমে নদীর পাড়ে পায়ের ছাপ মেলে। এরপর থেকে কখনও কুমিড়পাতা, লক্ষণপুর, কন্যাবালি-সহ একাধিক গ্রামেই এই ছাপের দেখা মিলেছে। শুক্রবার লালগড়ের কন্যাবালি গ্রামে ছাগলের মৃতদেহ উদ্ধার হয়। দু’টি বড় জন্তুও দেখা যায় বলেই দাবি গ্রামবাসীদের। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার কুমিরপাতা জঙ্গলে গবাদি পশুর হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়।স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। এই পরিস্থিতিতে গৃহবন্দি গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে বনদফতর ব্যবস্থা নিক। জঙ্গলে খাঁচা পাতার দাবিও জানিয়েছেন তারা। বনদফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামে বাঘ নয় নেকড়ে বাঘই ঘোরাফেরা করছে বলে জানানো হয়েছে।

এর আগে দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বনদফতরের চেষ্টায় একের পর এক বাঘকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। এবার লালগড়ে বাঘের আতঙ্ক কবে কাটবে সেটাই দেখার।

Related articles

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...
Exit mobile version