Tuesday, May 6, 2025

ফের মানবিক মুখ পুলিশের, বৃষ্টি মাথায় নিয়েই অন্তঃসত্ত্বাকে রক্ত দিলেন এসপি

Date:

ফের মানবিক মুখ পুলিশের। রাতের বেলা অস্ত্রোপচারের টেবিলে রক্তের প্রয়োজন অন্তঃসত্ত্বা মহিলার। রাতের খাবার শেষ না করেই অন্তঃসত্ত্বাকে বাঁচাতে দৌড়লেন এসপি।নিজেই রক্ত দিলেন। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে।
ঘটনার সূত্রপাত, গত রবিবার রাত সাড়ে নটা নাগাদ। ওইদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা মহিলা।ওই মহিলার প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল।কিন্তু প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তৎক্ষণাৎ বি-নেগেটিভ রক্তের প্রয়োজন হয়।
গোটা দার্জিলিং-জুড়ে বি-নেগেটিভ গ্রুপের কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায় নি। এমনকি ব্লাড ব্যাঙ্কেও ওই গ্রুপের রক্তের জোগান ছিল না।হাসপাতালের সুপার জানতে পারেন দার্জিলিং-এর পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের রক্ত ওই একই গ্রুপের। তখনই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে, তখন ডিনার করছিলেন পুলিশ সুপার। ফোন পেয়েই দ্রুত ওই হাসপাতালে যান। তখন বাইরে মুষলধারার বৃষ্টি। সব উপেক্ষা করেই অন্তঃসত্ত্বা মহিলাকে রক্ত দেন পুলিশ সুপার। তাঁর এই পদক্ষেপে খুশি চিকিৎসক ও অন্তঃসত্ত্বা মহিলার পরিবার।
রক্তদানের বিষয়ে পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, ‘আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল। এই গ্রুপের রক্তের জোগান কম। তাই আমি নিজেই রক্ত দিতে এসেছি। এটা আমার কর্তব্য এবং এর চেয়ে বেশি কিছু নয়।’ জেলার পুলিশ প্রধানের এমন আচরণের প্রশংসা সব মহলে।
চিকিৎসক দাওয়া চিরিং ভুটিয়া বলেন, “যেহেতু আমাদের জরুরিভিত্তিতে সিজার করতে বলা হয়েছিল, তাই নিয়ম অনুযায়ী রক্তের ব্যবস্থা রাখতে হত। আমরা জানতাম রক্তের এই গ্রুপ বিরল এবং শিলিগুড়ি যেতে হলে ৩ ঘণ্টা সময় লাগবে। আমরা জানতাম যে এসপির রক্ত একই গ্রুপের।”

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version