অবৈধ ভাবে কয়লা খননের সময় চাপা পড়ে মৃত চার, জখম এক। বুধবার ভোররাতে দুর্গাপুরের ফরিদপুর ব্লকে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্লকের লাউদোহায় মাধাইপুরের খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে যায় চার জন। সেই সময় সেখানে পাথর চাপা পড়ে মৃত্যু হয় তাদের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা ও পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবৈধভাবে কয়লা চুরি করতে
স্থানীয়দের অভিযোগ, যেদিন থেকে খোলামুখ খনি হয়েছে, সেদিন থেকেই চলছে অবৈধভাবে কয়লা চুরি। প্রতিদিন ভোররাতে হয় চুরির ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, এটা ইসিএলের গাফিলতির ফল। খনির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।