Sunday, November 9, 2025

৭৩ তম সাধারণতন্ত্র দিবসে গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষার শপথ অভিষেকের

Date:

আজ ৭৩ তম সাধারণতন্ত্র দিবস(Republic Day)। দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই দিনটি। রাজধানী দিল্লির পাশাপাশি কড়া নিরাপত্তায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে কলকাতার রেড রোডে। এমন দিনে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

দেশবাসীকে ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে বুধবার টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের অবদানকে স্যালুট জানাই। আসুন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষার শপথ করি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন সকালে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা৷ এই দিনে আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষা করার শপথ নিই৷ বিশেষ করে সার্বোভৌমত্বের প্রতি।” দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আসুন আমরা আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার জন্য সচেষ্ট হই৷ যা অন্যান্য বিষয়ের মধ্যে আমাদেরকে আমাদের অবিচ্ছেদ্য অধিকার দেয়।”

 

পাশাপাশি বিশেষ এই দিনে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং জওয়ানদের অভিবাদন জানাই৷ যাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং তাঁদের নিঃস্বার্থ দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।’ সবশেষে তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের স্তম্ভ অর্থাৎ সকল দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ”।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version