Monday, May 5, 2025

গোয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দরবার করল তৃণমূল (Tmc)। পাশাপাশি, দ্বীপরাজ্যে নির্বাচনের আগে বিজেপির তাণ্ডব ও সেখানকার পুলিশ প্রশাসনের হেনস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তৃণমূল সাংসদরা।

গোয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ছবি দেওয়া হোর্ডিং ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। গোয়ার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি৷ সগৌরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার কথা জানিয়েছিলেন বিজেপি (Bjp) সাংসদ তেজস্বী সূর্য। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন- TMC At Commission: গোয়ায় হেনস্থা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

বৃহস্পতিবার, বেলা সাড়ে বারোটায় সাংসদ সৌগত রায় (Sougata Ray), ডাঃ শান্তনু সেন (Shantanu Sen), অপরূপা পোদ্দার ও আবিররঞ্জন বিশ্বাস নির্বচান কমিশনে এই বিষয়ে অভিযোগ জানান।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংসদ সৌগত রায় জানান, গোয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জনানো হয়েছে। তেজস্বী সূর্যের বিরুদ্ধেও অভিযোগ জানানে হয়েছে। সৌগত রায়ের কথায়, গোয়ায় রাত এগারোটায় কমিশন গিয়েছিল পানাজির দলীয় দফতরে। সেখানে অত রাতে কেউ ছিল না। কমিশনকে গোয়া নিয়ে সার্বিকভাবে অভিযোগ জানানো হয়। সবটা শোনার পর কমিশনের তরফে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌগত রায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচন বাকি আছে সে বিষয়ে শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version