Wednesday, May 14, 2025

দুর্নীতি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও তা নামেই। বিশ্ব দুর্নীতির সূচকে(World corruption index) ভারতের স্থান ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর এবার অবশ্য তা একধাপ নামল। অর্থাৎ দুর্নীতি মুক্ত ভারত(India) গড়ার লক্ষ্যে ফের ফেল করলো মোদির নীতি। দুনিয়ার কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, সেই নিয়ে একটি ক্রম তালিকা প্রকাশ করা হয়। ১৮০টি দেশের মধ্য ভারত ২০২১ সালের এই দুর্নীতি সূচকে ৮৫ নম্বরে রয়েছে। ২০২০ সালের সূচকে ভারত ছিল ৮৬ নম্বরে।

কোন দেশে দুর্নীতি কতটা বেশি, সেই নিয়ে দেশগুলোকে নম্বর দেওয়া হয়। ১০০ নম্বরের মধ্যে যেই দেশের নম্বর যত কম, সেখানে তত দুর্নীতি। যার নম্বর বেশি, সেখানে দুর্নীতি কম। শূন্য পেলে ধরা হয় দুর্নীতি খুব বেশি। আর কোনও দেশ ১০০ পেলে ধরতে হবে, তার প্রশাসন স্বচ্ছ। অ্যাভারেজ বা পাস নম্বর ধরা হয় ৪৩। সেখানে ভারত পেল মাত্র ৪০ নম্বর। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চিন পেয়েছে ৪৫ নম্বর। ভারতের থেকে সামান্য বেশি। তবে ভারতের অন্য সব প্রতিবেশী দেশের অবস্থা শোচনীয়। পাকিস্তান দুর্নীতির পরীক্ষায় ১০০তে পেয়েছে ২৮ নম্বর। বাংলাদেশ পেয়েছে আরও কম। মাত্র ২৬। ইন্দোনেশিয়া পেয়েছে ৩৮।

আরও পড়ুন:Weather Forecast: ফের জমিয়ে ব্যাটিং করবে শীত, একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

দুর্নীতির সূচকে পাকিস্তান রয়েছে ১৪০ নম্বরে। গত বারের থেকে ১৬ ধাপ নেমে গিয়েছে। প্রসঙ্গত, ভুটান ছাড়া ভারতের সব প্রতিবেশী দেশ সূচকে তার পিছনে রয়েছে। যদিও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই রিপোর্ট। বলা হয়েছে, ‘‌ভারতে গণতন্ত্রের অবস্থা উদ্বেগজনক। স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে। প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সাংবাদিক আর সমাজকর্মীরা সবথেকে বেশি বিপদে। পুলিশ, রাজনৈতিক গুণ্ডা, অপরাধী, দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্তাদের নিশানায় রয়েছেন তাঁরা।’‌

রিপোর্টে এও বলা হয়েছে, সামাজিক সংগঠন, যেগুলো সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানহানি, রাষ্ট্রদ্রোহ, হিংসাত্মক বক্তব্য, আদালত অবমাননার অভিযোগ, এমনকী বিদেশি তহবিল সংক্রান্ত মামলায় জড়াচ্ছে তারা। ভারতের মতো আরও বেশ কয়েকটি দেশে এই প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সূচকের একেবারে ওপরের দিকে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে। প্রায় দুর্নীতিশূন্য হওয়ায় প্রচুর নম্বর পেয়েছে এসব দেশ।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version