Tuesday, August 26, 2025

উডবার্ন ওয়ার্ডে ভর্তি গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসায় বোর্ড গঠন

Date:

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন নবতিপর কিংবদন্তি সংগীতশিল্পী। বুধবার, রাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee Admitted in hospital)। তাঁর অসুস্থতার খবর শুনেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কথা হয় সন্ধ্যার সঙ্গে। কিন্তু তাঁর গলার স্বর শুনে উদ্বিগ্ন হন মুখ্যমন্ত্রী। তিনি কথা বলেন, সন্ধ্যা-কন্যা সৌমি সেনগুপ্তর সঙ্গেও। বৃহস্পতিবার, এসএসকেএম থেকে লেক গার্ডেন্সে সন্ধ্যার বাড়িতে পাঠানো হয় ‘ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স’। তাতে করে গ্রিন করিডরের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এসএসকেএমের (SSKM) উডর্বান ওয়ার্ডে ভর্তি করা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee Admitted in hospital)।

সূত্রের খবর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ হয়েছে। জ্বর রয়েছে। ঘোরের মধ্যে রয়েছেন সন্ধ্যা। তবে সজাগ রয়েছেন। কয়েক দিন আগে বাড়িতে পড়ে যান তিনি। বুধবার, রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তির পর শিল্পীর বিভিন্ন রকম প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে। কোভিড হয়েছে কি না, তা দেখার জন্য তাঁর RTPCR পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট এখনও আসেনি। দ্রুত মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। বোর্ডের সদস্যরা তাঁকে পরীক্ষা করেন। প্রশাসনিক সূত্রের খবর, অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ: কংগ্রেস ডুবন্ত নৌকা, কেউই সওয়ার হতে চাইছেন না

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের খেতাব ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেছিলেন সন্ধ্যা। তখন থেকেই তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে তাঁর পরিবারিক সূত্রে খবর। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

কালক্ষেপ না করে তাঁকে এসএসকেএমে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তায় ‘গ্রিন করিডর’ তৈরি করে সেই অ্যাম্বুল্যান্সে করেই স্টেচারবাহিত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম। তাঁর সঙ্গেই আসেন সন্ধ্যার কন্যা-জামাতা।

প্রসঙ্গত, মমতার সঙ্গে প্রথম থেকেই গভীর স্নেহ এবং সখ্যের সম্পর্ক মমতার। সে জন্যই তিনি প্রবীণ গায়িকার স্বাস্থ্য নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। মূলত তাঁর উদ্যোগ এবং তৎপরতাতেই শিল্পীকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। আপাত সেখানেই তাঁর চিকিৎসা চলবে।

 

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version