Thursday, August 28, 2025

পদ্মবিতর্ক: গণশক্তিতে সাফাই দিতে গিয়ে দিল্লির ফোনের কথা এড়িয়ে গেলেন বুদ্ধদেব

Date:

পদ্ম বিতর্কে এবার সাফাই দিল সিপিএম। তাদের দলীয় মুখপাত্র গণশক্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “আগে জানানো হয়েছে কি হয়নি সেটা বিষয় নয়। আমাকে আগে জানানো হলেও আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করতাম।”

বুদ্ধবাবুর মন্তব্য দিয়ে সিপিএম প্রমাণ করার চেষ্টা করেছে যে ঘটনা যাইহোক বুদ্ধবাবু পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্ন হল, পদ্ম পুরস্কার এর জন্য যখন কেন্দ্রের থেকে ফোন এসেছিল, তৎক্ষণাৎ কেন তিনি প্রত্যাখ্যানের কথা জানাননি। কেন্দ্রের সচিব সূত্রে খবর, অন্যান্যদের মতো মত পুরস্কার নেওয়ার জন্য ফোন করা হয়েছিল। পরিবারের তরফ থেকে ফোনে ধন্যবাদ জানানো হয়। এরপরই কেন্দ্রের তরফে স্বাভাবিকভাবে ধারণা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পদ্মভূষণ নিতে রাজি। কিন্তু এর মাঝেই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেন। সে নিয়ে চর্চা শুরু হতেই ফাঁপড়ে পরে সিপিএম। রাত সাড়ে ৯টায় বুদ্ধবাবুর নামে একটি বিবৃতি জারি করা হয়, যে বিবৃতি বুদ্ধবাবুর নয় বলেই সিপিএম মহল থেকেই জানা গিয়েছে। ওটা ছিল চটজলদি মুখরক্ষার ফর্মুলা। তাই বুদ্ধবাবুকে ফের গণশক্তিতে বিবৃতি দিয়ে বলতে হল, “যখনই ফোন আসুক আমি প্রত্যাখ্যান করতাম।” এখানেই প্রশ্ন, দিল্লির যে ফোন এসেছিল, সেই ফোনেই প্রত্যুত্তরে কেন প্রত্যাখ্যানের কথা বলা হয়নি। তাহলে নিশ্চিত দিল্লি পদ্মভূষণ তালিকায় বুদ্ধবাবুর নাম রেখে নিজেদের মুখ পোড়াতো না।

আদবানী-বুদ্ধ সম্পর্ক বা বামেরা ভোট রামের বাক্সে যাওয়া সবটা নিয়েই সিপিএমকে এখন রাম-বাম ঘোঁটের কথা শুনতে হচ্ছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version