Tuesday, November 4, 2025

International: ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে ‘ভয়ানক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আমেরিকার

Date:

তৃতীয় বিশ্বযুদ্ধের (Third world war) আশঙ্কায় গোটা বিশ্ব। গত কয়েক দিন ধরে ইউক্রেন (Ukraine) এবং বেলারুশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে রাশিয়া (Russia)। সেক্ষেত্রে বড়সড় হামলার আশঙ্কায় ইউক্রেন (Ukraine) সরকার। আর এই পরিস্থিতিতে ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা।

আরো পড়ুনযুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের বিরুদ্ধে পাল্লা ভারী ভারতের

জানা গেছে, ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ফোনে আলোচনা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের। সেক্ষেত্রে ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

রাশিয়ার (Russia) হামলার আশঙ্কার মুখে ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ফোনে আলোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনে হামলা চললে রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনওভাবেই জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো। পাশাপাশি, পূর্ব ইউরোপের একাধিক ঘাঁটি থেকে আমেরিকা ও ন্যাটো জোটকে ফৌজ সরাতে হবে  বলে দাবি করেছে তারা। ন্যাটোর সম্প্রসারণে কিছুটা অস্বস্তিতে মস্কো। এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে, রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির। তাই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যেরকটি ‘বাফার জোন’ তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেন জো বাইডেন। যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে থাকবে আমেরিকা বলেই জানানো হয়েছে, শুধু তাই নয় রাশিয়া হামলা চালালে ‘ভয়ানক জবাব’ দেওয়া হবে বলেও আমেরিকা জানিয়েছে। জানা যায় ইতিমধ্যেই কিয়েভকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে প্রায় ৫০ হাজার ফৌজ মোতায়েন  করার লক্ষ্যে এগোচ্ছে বাইডেন বাহিনী।

সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্যত হুমকির সুরে বলেন যে ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেবে আমেরিকা। বাইডেনের এই মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version