করোনার একের পর এক ভ্যারিয়েন্টের জেরে গোটা বিশ্ববাসী যখন জেরবার, তখন করোনার আরও এক স্ট্রেন চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। ডেল্টা, ওমিক্রন, বিএ.২ নিয়ে যখন আলোচনা চলেছে, সেই সময় নিওকভ-এর খোঁজ মিলল। করোনার এই স্ট্রেন অনেক বেশি প্রাণঘাতী। চিনের বেশ কয়েকজন গবেষক এবার এমনই ইঙ্গিত দিলেন।
নিওকভ প্রসঙ্গে গবেষকরা জানান, করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনের শক্তি অনেক বেশি। নিওকভ ছড়ালে আরও বেশি করে মৃত্যুর সংখ্যা সামনে আসতে পারে।
নিওকভ ছড়িয়ে পড়লে, প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকরা। তবে দক্ষিণ আফ্রিকায় নিওকভের খোঁজ মিললেও, তা মানুষের মধ্যে এখনও সংক্রমণ ছড়ায়নি।
Carona: করোনার নয়া স্ট্রেন ‘নিওকভ’-এর মারণ ক্ষমতা বেশি, সতর্কবার্তা গবেষকদের
Date:
Share post: