Wednesday, August 27, 2025

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত গোয়া বিজেপি, নির্দল হয়ে মনোনয়ন জমা ৪ ‘বিদ্রোহীর’

Date:

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি নির্বাচন মুখর গোয়াতেও(Goa) বিজেপির(BJP) অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ৪ শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নির্দল প্রার্থী(Indipendent candidate) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন। স্বাভাবিকভাবেই এই ৪ কেন্দ্র গেরুয়া শিবিরের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে গোয়াতে। এই ৪ কেন্দ্র হল পানাজি, মান্দ্রেমে, সাঙ্গুয়েমে এবং কুয়েপেম।

পানাজি কেন্দ্রে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে আতানাসিও মনসেরাত্তকে। যিনি ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন:ফের তুঙ্গে নেতাজি বিতর্ক, কেন্দ্রের প্রস্তাবিত মূর্তিতে তীব্র আপত্তি বসু পরিবারের

মান্দ্রেম কেন্দ্র গোয়া বিজেপির আর এক মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির ইস্তেহার কমিটির প্রধানের দায়িত্ব সামলানো লক্ষ্মীকান্ত পারসেকর ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন। এবং এই কেন্দ্র থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে দয়ানন্দ সোপ্তেকে।

সাঙ্গুয়েম কেন্দ্রও দলীয় সংঘাতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিজেপির জন্য। উপ-মুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকারের স্ত্রী সাবিত্রী কাভলেকার বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এবং এই কেন্দ্র থেকে নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন। এখানে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দলের প্রাক্তন বিধায়ক সুভাষ ফালদেসাইকে।

কুয়েপেম বিধানসভা কেন্দ্রের নির্দল বিধায়ক প্রসাদ গাঁওকার বিজেপিকে সমর্থন করলেও এবার দল তাকে টিকিট দেয়নি। ফলস্বরূপ এই কেন্দ্র থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এ কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে চন্দ্রকান্ত কাভলেকারকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version