Wednesday, November 12, 2025

SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

Date:

নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার বিরোধিতায় সরব মহিলা কমিশন। কারণ, নয়া গাইডলাইন (SBI Guideline) অনুযায়ী, কোনও চাকরিপ্রার্থী কাজে যোগদানের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে ‘টেম্পোরারিলি আনফিট’ বলে ধরে নেওয়া হবে। সন্তান জন্মের চার মাস পরে তিনি কাজে যোগ দিতে পারবেন। এই বিজ্ঞপ্তির (Notice) বিরোধিতায় সরব হয়েছে মহিলা কমিশন।

সম্প্রতি নয়া কর্মী বা পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের শারীরিক ফিটনেস সংক্রান্ত নয়া নির্দেশিকা (SBI Guideline) জারি করেছে SBI। ৩১ ডিসেম্বরের জারি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও মহিলা যদি তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা হন, সেক্ষেত্রে তাঁকে ‘সাময়িকভাবে আনফিট’ বলে বিবেচনা করা হবে। প্রসবের চার মাস পরে তাঁরা কাজে যোগ দিতে পারেন। এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

‘মহিলা বিরোধী’ সেই গাইডলাইনের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ’ তরফে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়ে এসবিআইকে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও চিঠি দিয়েছেন সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। তাঁর অভিযোগ, মহিলাদের অধিকারকে খর্ব করা হচ্ছে।

গাইডলাইনের বিরোধিতা করে সরব হয়েছে মহিলা কমিশন। দিল্লি ও মুম্বই মহিলা কমিশনের তরফে গাইডলাইনের প্রত্যাহারের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। মুম্বই মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মলিয়ালের দাবি, এই সিদ্ধান্ত ‘অনৈতিক’ ও ‘পক্ষপাতদুষ্ট’।

তবে, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, ছয় মাসের বেশি কোনও অন্তঃসত্ত্বাকে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সন্তান প্রসবের চার থেকে ছয় মাস পরে তিনি কাজে যোগ দিতে পারেন। কিন্তু সেই নির্দেশিকা বদল ঘটিয়ে তিন মাস করেছে SBI। ফলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যেত ওই মহিলার ক্ষেত্রে সেগুলি পিছিয়ে যাবে।

 

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version