Sunday, August 24, 2025

Sc EastBengal: ডার্বির গুরুত্ব বোঝাতে দলের বিদেশি ফুটবলারদের পুরোনো ভিডিও দেখালেন লাল-হলুদ কোচ

Date:

শনিবার গোয়ার ( Goa) ফতোর্দা স্টেডিয়ামে আইএসএলের ( Isl) ফিরতি ডার্বিতে এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagn)বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal) । এখনও পর্যন্ত আইএসএলের ডার্বিতে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। তবে শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। গত তিন বছর ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল। সেই সঙ্গে এবারের আইএসএলে লাল-হলুদের পরিসংখ্যান, ১৩ ম্যাচে ৬টিতে হার, ৬টি ড্র এবং একটা মাত্র জয়। ঝুলিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে লাস্ট বয় লাল-হলুদ। লিগের প্রথম পর্বের ডার্বিতেও লজ্জার হার। আর ফিরতি ডার্বির ঠিক আগেই হায়দরাবাদ এফসি-র কাছে ০-৪ গোলে পর্যুদস্ত হয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ সমর্থকরা আতঙ্কে আছেন এই ভেবে যে, মর্যাদার ডার্বিতে পাঁচ গোলের লজ্জা নিয়ে না ফিরতে হয়! সমর্থকরা যখন প্রিয় দলের উপর ভরসা হারাচ্ছেন, তখন কোচ মারিও রিভেরা তাঁদের আশ্বস্ত করে বলছেন, ‘‘আপনারা দলের পাশে থাকুন। আমাদের সমর্থন করুন। সমর্থকদের জন্যই এই ম্যাচ আমাদের জিততে হবে।”

কলকাতায় আগে কোচিং করানোর সুবাদে ডার্বির গুরুত্ব ভাল করেই জানেন মারিও। তাই শনিবারের বড় ম্যাচের আগে দলের বিদেশি ফুটবলারদের তাতানোর কাজটা নিজেই করছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ডার্বিতে উপচে পড়া যুবভারতীর গ্যালারি দেখিয়ে মার্সেলো, পেরোসেভিচদের উদ্বুদ্ধ করছেন মারিও। বলছেন, ‘‘ওরা এখানে ফাঁকা গ্যালারির সামনে খেলছে। বিদেশিরা দর্শক সমর্থনে উপচে পড়া যুবভারতীতে খেলেনি। তাই ওদের ভিডিও দেখাতে হয়েছে।”

আগের ম্যাচের হার ভুলে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘এটিকে মোহনবাগানের আক্রমণভাগ লিগের অন্যতম সেরা হলেও আমাদের রক্ষণ সংগঠন আগের থেকে ভাল হয়েছে। ওদের উপরও চাপ থাকবে। ডার্বি সব সময় ৫০-৫০।” বড় ম্যাচে মার্সেলো-পেরোসেভিচ জুটিকে সামনে রেখেই রণকৌশল তৈরি করছেন মারিও।

আরও পড়ুন:Atk Mohunbagan: আজ ডার্বির মহারণ, চোটের জন‍্য অনিশ্চিত বাগান সুপারস্টার রয় কৃষ্ণা

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version