Wednesday, November 5, 2025

হার্টের অসুখ কমাতে ক্যালসিয়ামের জুড়ি নেই , মত বিশেষজ্ঞদের

Date:

ইদানীংকালে হার্ট ফেলিওরের প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু হার্ট আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্ট রক্ত পাম্প করে বলেই শরীরের প্রতিটি অংশে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছতে পারে। তবে খেয়াল না রাখলে এই গুরুত্বপূর্ণ অঙ্গের নানা সমস্যা হতে পারে। এই বিষয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে ‘সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন’ জার্নালে। সেই গবেষণার গবেষকরা জিনস্তরে গবেষণা করে দেখেছেন হার্ট ফেলিওরের অন্যতম কারণ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। কিন্তু এটি হওয়ার কারণ কী? ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথ (ডিসিএম)-এর ক্ষেত্রে হার্টের প্রকোষ্ঠে ডাইলেশন হয়। ফলে হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায়। আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই ডিসিএম-র পিছনে রয়েছে জিনের হাত। যদিও কোন জিনের কারণে এই সমস্যা হচ্ছে, সেই নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

তবে গবেষণায় দেখা গিয়েছে, বিএজি৫ জিনটির কারণে এই ডিসিএম হয়। এক্ষেত্রে বিভিন্ন পরিবারে এই রোগে আক্রান্ত মানুষের পরীক্ষা করা হয়। গবেষকরা ডিসিএম-এর সঙ্গে বিএজি৫ জিনের সম্পর্ক খুঁজে নেন। এক্ষেত্রে এক ধরনের জিন থেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা।

পাশাপাশি বিশেষজ্ঞদের মত, বিএজি৫ হার্টে ক্যালসিয়ামের গতিবিধি নিয়ন্ত্রণ করে। আর এই ক্যালসিয়াম হৃদপেশি এবং হৃদগতির স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তাই শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটলে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, হার্টের অসুখ আটকানোর জন্য ক্যালশিয়াম যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে। পাশাপাশি খান ডিম, মাছ, মাংস খাওয়ার কথা বলেছেন। সঙ্গে শরীর ভালো রাখতে শাক, সবজি, ফল খাওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা মৎসজীবীদের জালে

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version