Tuesday, November 11, 2025

Atk Mohunbagan: ‘এই জয় বাগান সমর্থকদের জন‍্য’, বললেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো

Date:

ডার্বিতে চারে চার এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)। শনিবার রাতে আইএসএলের ( ISL) ফিরতি ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ( Sc EastBengal) ৩-১ গোল হারায় বাগান ব্রিগেড। সৌজন‍্যে কিয়ান নাসিরি (Kiyan Nasiri)। পরিবর্ত হিসাবে মাঠে নামেন তিনি। আর কিয়ানের এই পারফরম্যান্সে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্ডো। বললেন, কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে।

এদিন সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বলেন,” কিয়ানের জন্য আমি খুব খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত নিই। কিয়ানকে নম্বর নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি। ওর মতো তরুণ ফুটবলার সফল হওয়ায় আমি খুব খুশি হয়েছি।”

প্রথম ডার্বি ম‍্যাচ। দলের দায়িত্ব নিয়ে প্রথম ডার্বিতে দলকে জয় এনে দিয়েছেন। আর জয়ের ফলে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে দল। দলের এই জয় পেয়ে উচ্ছসিত জুয়ান। এদিন তিনি বলেন,” আজ নিশ্চয়ই আমাদের ক্লাবের মালিক খুব খুশি হয়েছেন। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিল। কারণ, আমাদের সামনে এখনও ন’টা ম্যাচ রয়েছে। মুম্বই, হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অর্জনের দিক থেকে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।”

ফের ডার্বির রং সবুজ-মেরুন। আইএসএলে চারে চার এটিকে মোহনবাগানের। এই জয় যে সমর্থকদের মনে আনন্দ দিয়েছে, তা ভালই জানেন বাগান কোচ। তাই তো তিনি বলেন,” সমর্থকদের জন্য এই জয়। গত কয়েক দিন ধরে আমাদের সমর্থকেরা প্রচুর মেসেজ পাঠিয়েছেন যাতে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা জিতি। ওদের আবেগ, অনুভূতি আমি বুঝি। ওদের জন্যও আমি খুশি। তারাও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিশ্চয়ই খুব খুশি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version