Sunday, November 9, 2025

দেউচা পাচামি কোল ব্লকে জমিদাতাদের পরিবারের একজন চাকরি পাবেন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

দেউচা পাচামির(Deucha Pachami) প্রস্তাবিত কোল ব্লকে(Coal Block) জমি দিলে জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার(State govt)। সোমবার সাংবাদিক বৈঠক করেন এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত কয়লা খনিতে যারা যারা জমি দেবেন তাঁদের পরিবারের একজনকে রাজ্য সরকারের সিনিয়র ও জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো বলেন, এই প্রকল্পে জমি দেওয়ার জন্য মোট ৫১০০ জনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই দেউচা পাচামি প্রকল্পের জন্য আদিবাসীদের ১৩৯ জন জমি দিয়েছেন। সরকারের হাতে বর্তমানে ১ হাজার একর জমি রয়েছে। সেই জমিতেই প্রথমে কাজ শুরু হবে।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

উল্লেখ্য, বীরভূমের মহম্মদ বাজারের দেউচা-পাচামি কয়লা খনি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রস্তাবিত জমিতে কয়লা খনি গড়ে উঠলে তা হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি৷ এই কয়লা খনির জেরে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আনুষঙ্গিক শিল্প। যার জেরে উপকৃত হবেন সেখানকার সাধারণ মানুষ। এ প্রসঙ্গে স্থানীয় আদিবাসীদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তারা কেউ প্রকল্পের বিরোধী নন, কিন্তু প্যাকেজে কিছু ত্রুটি রয়েছে তা সংশোধন করে তবেই জমি অধিগ্রহণের (Land Acquisition) কাজ শুরু হোক। এরই মাঝে সোমবার সাংবাদিক বৈঠক করে স্থানীয় আদিবাসীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version