Sunday, November 9, 2025

রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল ধনকড়কে সরানোর দাবি জানালেন সুদীপ

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানো নিয়ে দিল্লির দরবারে সরব হল তৃণমূল। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনকড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তৃণমূল কংগ্রেসের সাংসদদের মুখোমুখি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সেই সময়েই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ‘ সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করুন’, সরাসরি রাষ্ট্রপতিকে দাবি জানান সুদীপ।

আরও পড়ুন- Budget session: সংসদ সচল রাখতে বিরোধীদের কাছে সহযোগিতা আর্জি প্রধানমন্ত্রীর
সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণের দাবিতে তৃণমূল সরব হবে বলে সিদ্ধান্ত আগেই হয়েছিল। গত বৃহস্পতিবার তৃণমূলের সাংসদদের সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই নেত্রী দলীয় সাংসদদের এ ব্যাপারে সরব হওয়ার পরামর্শ দেন। রাজ্যসভা এবং লোকসভায় সুযোগ পেলেই রাজ্যপালের অপসারণ চাইতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা। দলের রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায় ওইদিনই জানিয়েছিলেন, রাজ্যসভায় রাজ্যপালের অপসারণ চেয়ে স্বতন্ত্র প্রস্তাব আনা হবে।সোমবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন।
এদিন রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দেন। পরে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। এদিন তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুরুতেই বুঝিয়ে দেন, আগামী দিনগুলিতে তাঁরা সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণকে কেন্দ্র করে দৃষ্টি আকর্ষণ করবেন।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version