Budget 2022: এবার চালু হবে ই-পাসপোর্ট: বাজেটে ঘোষণা নির্মলার

চালু হতে চলেছে ই-পাসপোর্ট। এতে একটি ইলেকট্রনিক চিপ থাকবে।

এবার ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট (E-passport)। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করে এই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitaraman)। ই-পাসপোর্টে চিপ দেওয়া থাকবে। বিদেশে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। এতে জালিয়াতি কমানো যাবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

পাসপোর্টগুলি আন্তর্জাতিক নিয়ম মেনে ইস্যু করা হবে বলে মত। এতে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্সের সুবিধা থাকবে। নিয়মিত পাসপোর্টের একটি ডিজিটাল সংস্করণ হবে। এতে থাকা ইলেকট্রনিক চিপ ডেটা নিরাপত্তায় সাহায্য করবে।

আরও পড়ুন:Budget 2022: দূষণ রোধে বাজেটে ই-গাড়িতে জোর,বাড়ানো হবে চার্জ সেন্টার: নির্মলা সীতারমণ

ই-পাসপোর্টের ফলে অভিবাসনের দীর্ঘ লাইন থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ, এতে থাকা চিপের সাহায্যে ইমিগ্রেশন কাউন্টারে সহজেই পাসপোর্ট স্ক্যান করা যাবে। ইতিমধ্যে ব্রিটেন, জার্মানি, আমেরিকায় ই-পাসপোর্ট চালু আছে। এবার ভারত ই পাসপোর্ট চালু করে নাগরিকদের কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার।