ব্লক হয়ে সুর নরম রাজ্যপালের, কটাক্ষ সাংসদ শান্তনু সেনের

টুইটারে ব্লক হয়ে নতুন রাস্তা নিয়েছেন ধনকড়। রাজ্যপালের নতুন অস্ত্র হোয়াটসঅ্যাপ। টুইটারে ব্লক হয়ে এবার মুখ্যমন্ত্রীকে তাই হোয়াটসঅ্যাপ করে বসলেন ধনকড়। শুধু তাই নয়, সেই হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা টুইটে শেয়ারও করেছেন তিনি। দাবি করেছেন, তাঁর পাঠানো মেসেজ মুখ্যমন্ত্রী পড়েছেন।
তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সোমবার সকালে। টুইটে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করতে না পেরেই কি হোয়াটসঅ্যাপ করলেন জগদীপ ধনখড়? সেই প্রশ্ন উঠছে।।মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজে তিনি কিন্তু একেবারেই নরম সুর অবলম্বন করেছেন। মুখ্যমন্ত্রীকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন।

 আরও পড়ুন- বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার

মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে রাজ্যপাল লিখেছেন, ‘সাংবিধানিক পদাধিকারীদের মধ্যে সুস্থ সম্পর্ক গণতন্ত্রের পক্ষে শুভ। এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা প্রস্ফুটিত হয়। আপনাকে ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা করি। আমি নিশ্চিত, আপনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।’ রাজ্যপালের দাবি, মুখ্যমন্ত্রী সকাল ১০টা ২৫ মিনিটে তাঁর পাঠানো মেসেজ দেখেছন। এর উত্তর আদৌ মুখ্যমন্ত্রী দিয়েছেন কি না, তা অবশ্য জানাননি ধনকড়।

 

রাজ্যপালের সেই টুইট কে কটাক্ষ করে পাল্টা টুইট করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ব্যাঙ্গের সুরে নাম না করে তিনি লিখেছেন, ‘আমি খালি অকারণে বারবার ফাউল করছিলাম বলে আমায় খেলা থেকে বাদ দিয়েছে। তাই আমি আবার আমায় খেলতে নেওয়ার জন্য কাকুতি-মিনতি করছি।বুঝতে পারছি, আমার একটু নিজেকে শোধরানো উচিত ছিল। আজ আমার ভীষণ লজ্জা করছে,কান্না পাচ্ছে,আমায় এইভাবে খেলা থেকে বাদ দিলো ,আমি আমার প্রভুদের বলবো ওকে বকে দিতে।’ এখন দেখার এর প্রত্যুত্তরে রাজ্যপাল আদৌ কিছু লেখেন কিনা।