Sunday, August 24, 2025

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে পালন করা হল সুভাষ ভৌমিকের স্মরণসভা, উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ববি হাকিমরা

Date:

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal Club) পালন করা হল সুভাষ ভৌমিকের ( Subhash Bhowmick) স্মরণসভা। সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মেয়র ববি হাকিম ( Boby Hakim), বিধায়ক দেবাশিস কুমার-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা।  ছিলেন সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিকও।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণায় তাঁর উদ্দেশে বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাশ, ববি হাকিমরা। সেখানেই তাঁরা জানান সুভাষ ভৌমিকের নামে একটি পার্ক তৈরি করা হবে দক্ষিণ কলকাতায়। এই অনুষ্ঠানে মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আশিয়ান জয়ী দলের অ্যালভিটো ডি কুনহা, দেবজিৎ ঘোষরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, সুকুমার সমাজপতি-সহ অনেকেই। ছিলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণ করা হয়। সেখানে তাঁর কোচিং-এর বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিক, ক্রীড়ামন্ত্রী এবং আরও বিশিষ্ট জনেরা মাল্যদান করেন।

এদিন সুভাষ ভৌমিকের স্মরণসভায় জানান হল ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি করা হবে সুভাষ ভৌমিকের নামে একটি ক্লিনিক। এছাড়াও মরণোত্তর দ্রোণাচার্য পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নার্সারিতে সেরা ফুটবলারকে সুভাষ ভৌমিকের নামে পুরস্কার দেওয়া হবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version