Sunday, November 9, 2025

হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

Date:

ইন্ডিয়া গেটে নেতাজির(Netaji) হলোগ্রাম মূর্তি নেভার ঘটনায় অবশেষে সাফাই দিল কেন্দ্রীয় সরকার(Central govt)। জানানো হয়েছে খারাপ আবহাওয়ার জন্য নিয়ম মেনে বন্ধ রাখা হয়েছে হলোগ্রাম। যদিও কেন্দ্রের সাফাই ধোপে টিকছে না। পাল্টা তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে যদি তাই হয় তবে মধ্যরাতে কেন তা আবার জ্বালিয়ে দেওয়া হল। এরা জেনেশুনে নেতাজি অপমান করছে।

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে ঢাকঢোল পিটিয়ে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন তার পরেই হঠাৎ করে তা ফের নিভিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদের জেরে মাঝরাতে তা ফের জ্বালিয়ে দেয় সরকার। হলোগ্রাম মূর্তি নেভানো প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, “ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার দরুন নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।”

আরও পড়ুন:উস্কানি দিচ্ছেন রাজ্যপাল: ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ঘোষণা পার্থর

যদিও কেন্দ্রীয় সরকারের এই দাবি একেবারেই মানতে নারাজ তৃণমূল। শুক্রবার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “যদি তাই হয় তবে সন্ধ্যায় আমরা ছয় জন সাংসদ সেখানে গিয়ে দেখলাম আলো নেভানো মাঝরাতে হঠাৎ করে জ্বালিয়ে দেওয়া হলো কীভাবে? এর অর্থ এরা জেনেশুনে নেতাজিকে অপমান করছে। যারা নেতাজির মত একজন বীর স্বাধীনতাযোদ্ধাকে অপমান করে তারা পাপি।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version