Tuesday, August 26, 2025

হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

Date:

ইন্ডিয়া গেটে নেতাজির(Netaji) হলোগ্রাম মূর্তি নেভার ঘটনায় অবশেষে সাফাই দিল কেন্দ্রীয় সরকার(Central govt)। জানানো হয়েছে খারাপ আবহাওয়ার জন্য নিয়ম মেনে বন্ধ রাখা হয়েছে হলোগ্রাম। যদিও কেন্দ্রের সাফাই ধোপে টিকছে না। পাল্টা তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে যদি তাই হয় তবে মধ্যরাতে কেন তা আবার জ্বালিয়ে দেওয়া হল। এরা জেনেশুনে নেতাজি অপমান করছে।

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে ঢাকঢোল পিটিয়ে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন তার পরেই হঠাৎ করে তা ফের নিভিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদের জেরে মাঝরাতে তা ফের জ্বালিয়ে দেয় সরকার। হলোগ্রাম মূর্তি নেভানো প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, “ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার দরুন নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।”

আরও পড়ুন:উস্কানি দিচ্ছেন রাজ্যপাল: ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ঘোষণা পার্থর

যদিও কেন্দ্রীয় সরকারের এই দাবি একেবারেই মানতে নারাজ তৃণমূল। শুক্রবার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “যদি তাই হয় তবে সন্ধ্যায় আমরা ছয় জন সাংসদ সেখানে গিয়ে দেখলাম আলো নেভানো মাঝরাতে হঠাৎ করে জ্বালিয়ে দেওয়া হলো কীভাবে? এর অর্থ এরা জেনেশুনে নেতাজিকে অপমান করছে। যারা নেতাজির মত একজন বীর স্বাধীনতাযোদ্ধাকে অপমান করে তারা পাপি।”

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version