Sunday, August 24, 2025

স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায় দিয়েছেন। ভুয়ো নিয়োগের জন্য সরকারের খরচ হওয়া টাকা পুনরুদ্ধারের নির্দেশও দিয়েছেন বিচারপতি। কার সুপারিশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রথমবার চাকরি বাতিল করার মতন কড়া সিদ্ধান্ত নিল হাইকোর্ট।

মেয়াদ উত্তীর্ণ একটি প্যানেল থেকে নারাজোল এ.এল.খান বিদ্যালয়ে গ্রুপ ডি পদে চাকরি পান এক ব্যক্তি। অভিযোগ উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই এই চাকরিটি দেওয়া হয়। এই নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট অবধি। সেখানে অবশ্য কমিশন হলফনামা দিয়ে জানায় এই ব্যাপারে কাউকেই কোনোরকম সুপারিশ দেয়নি তারা। তবে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া কার নির্দেশে ভুয়ো চাকরিতে যোগ দিলেন ওই ব্যক্তি, তারপর থেকেই জোরদার হতে থাকে এই প্রশ্ন। ভুয়ো চাকরি প্রাপককে দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগও। ভুয়ো নিয়োগ পত্রটির উৎসের তদন্ত করারও নির্দেশ দেন বিচারপতি।

পুরো বিষয়টির তদন্ত করার জন্য ৪ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্ত নথিপত্র এই দলের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্যে বহুদিন ধরে বন্ধ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এখনও নিয়োগ হয়নি মেধা তালিকায় নাম থাকা হবু শিক্ষকদের। তারই মধ্যে এহেন ভুয়ো চাকরির ঘটনায় কার্যতই উত্তেজনা ছড়ায়। এই ঘটনা সামনে আসার পরই আবারও নিয়োগের দাবিতে সরব হয়েছেন এসএসসি পাস করা হবু শিক্ষক শিক্ষিকারা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version