Thursday, May 15, 2025

মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে পরিবারসহ নিজেকে উড়িয়ে দিল ISIS প্রধান

Date:

Share post:

আবু বকর আল বাগদাদীর মৃত্যুর পর আইএস জঙ্গি(ISIS Terrorist) গোষ্ঠীর প্রধান হয়ে বসেছিল আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি। এবার মার্কিন হামলায়(American army) মৃত্যু হল এই জঙ্গি প্রধানের। যদিও মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে পরিবারসহ নিজেকে শেষ করে দেয় এই আইএস প্রধান। কুরেশির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden) বিবৃতিতে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর গোপন অভিযানে খতম হয়েছে আইএস প্রধান।

আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের(Pentagon) সংবাদ সচিব জন কিরবি দাবি করেছেন, ”সেনাবাহিনী বুধবার মধ্যরাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। জঙ্গি গোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়। সেই অভিযানে নিহত হয়েছেন আইএস প্রধান।” সেনা অভিযানের পর সিরিয়ার উদ্ধারকর্মীরা জানিয়েছে, সেনা জঙ্গির এই লড়াইয শুরু হওয়ার পর একটি বিস্ফোরণের শব্দ হয়। সেই বিস্ফোরণের অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছ’জন শিশু ও চার নারী রয়েছেন। পরে জানা যায় নিহতদের মধ্যে রয়েছেন আইএস প্রধান আবু ইব্রাহিম অল-হাশিমিন অল-কুরেশি ও তাঁর স্ত্রী এবং শিশুরা।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে গুলিকাণ্ড: আসাদুদ্দিন ওয়েইসিকে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

২০১৯ সালের অক্টোবর মাসে সিরিয়ায় আমেরিকার অভিযানের সময় আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর আইএসের দায়িত্ব নেয় ইরাকের নাগরিক আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি। আইএসের নেতৃত্বে আসার আগে ইয়াজিদিদের গণহত্যার নেতৃত্বে ছিল এই জঙ্গি। কুখ্যাত এই আইএস জঙ্গি ‘বিনাশকারী’ নামেই পরিচিত। পাশাপাশি ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি, আমির মোহাম্মদ সাইদ আবদ আল রহমান আল মাওলা নামেও পরিচিত ছিল। জানা গিয়েছে, কুরেশি সব সময়ই ‘লো প্রোফাইল’ বজায় রেখে চললেও নৃশংসতায় ছিল খড়্গহস্ত। এদিনের এই মার্কিন অভিযানের আগে ইরাকি ও মার্কিন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে জঙ্গি সংগঠন পরিচালনা করছিল সে।

spot_img

Related articles

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...