Tuesday, August 26, 2025

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

Date:

আসন্ন ১০৮টি পুরসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য-এর উপস্থিতিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এদিন প্রার্থী তালিকা প্রকাশের আগে পার্থ চট্টোপাধ্যায় জানান, ১০৮টি পুরসভার তালিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে। এবার দলের কোনও বিধায়ক পুরভোটে দাঁড়াবেন না। অর্থাৎ এক্ষেত্রে “একব্যক্তি একপদ” তত্ত্বকে মান্যতা দেয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রার্থী তালিকায় তারুণ্য ও অভিজ্ঞতা সংমিশ্রণকেই জোর দেওয়া হয়েছে। তবে নতুন প্রজন্মকে একটু বেশি সুযোগ দেওয়া হয়েছে। পুরনোদের মধ্যেও অনেকেই ফের টিকিট দেওয়া হয়েছে। একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। যদিও একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, জখম বেশ কয়েকজন

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। তবে সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত দলীয় প্রার্থীকে সমর্থন করে জেতাতে হবে। টিকিট না পেলে অনেকের মনে দুঃখ হয়। সবাই প্রথম হতে পারে না, কিন্তু সবাই পাস করে। তাই এমন কোনও আচরণ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হয়।”

এদিন অবশ্য দার্জিলিংয়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকদিনের মধ্যেই সেখানকার প্রার্থী তালিকাও চূড়ান্ত হবে। সমস্ত পুরসভার প্রার্থী তালিকা সংশ্লিষ্ট জেলার সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। একইসঙ্গে দলের ওয়েবসাইটেই তা প্রকাশ করা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version