Friday, November 14, 2025

Yogi Adityanath: যোগী আদিত্যনাথের সম্পত্তিতে দামি বন্দুক, রিভলবার!

Date:

সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন! আর সেই নির্বাচনে লড়াই করতে নেমেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর পুরানো কেন্দ্র গোরক্ষপুর থেকেই এবারও লড়াইয়ের ময়দানে নেমেছেন যোগী। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে (Amit Shah) পাশে নিয়ে শুক্রবার নমিনেশন জমা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে নিজের সম্পত্তির বিস্তারিত বিবরণও জমা দিলেন যোগী আদিত্যনাথ। সম্পত্তির পরিমাণ, আয়ের উৎস, মোট আয় সম্পর্কে এদিন বিস্তারিত বিবরণ জমা দিলেন মুখ্যমন্ত্রী।

নির্বাচনী হলফনামায় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি। এই সময়, মুখ্যমন্ত্রী যোগী তার মোট সম্পদের বিবরণও দিয়েছেন। মনোনয়নের সময় আদিত্যনাথ জানিয়েছেন যে ২০২০-২০২১ আর্থিক বছরে তাঁর মোট আয় ১৩,২০,৬৫৩ টাকা। ২০১৯-২০ সালে, এই আয় ছিল ১৬,৬৮,৭৯৯। ২০১৯-২০ এবং ২০২০-২১ আর্থিক বছরগুলিতে মুখ্যমন্ত্রীর আয় হ্রাস পেয়েছে। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৮,২৭,৬৩৯ টাকা। হলফনামা অনুসারে যোগী আদিত্যনাথের মোট সম্পত্তির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা। নগদ রয়েছে ১ লক্ষ টাকা। তাঁর কাছে কৃষি যোগ্য বা অন্য কোনও জমি নেই। তাঁর রয়েছে ১০ গ্রাম করে কানের দুটি কুণ্ডল। ১০ গ্রাম সোনার রুদ্রাক্ষের মালা। এছাড়াও একটি রিভালভার ও একটি রাইফেল রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন- ‘ভ্যালেন্টাইনস ডে ফেস্ট, ‘সিঙ্গেল’দের নো এন্ট্রি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে চর্চা

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version