“তখন সরস্বতী পুজো মানেই ছেলেরা দাঁড়িয়ে থাকত মেয়েদের দেখার জন্য, আমার সে কী অস্বস্তি”

একটু বড় হয়ে পুজোর অন্য দায়িত্বগুলোও পালন করতাম। ক্লাস সেভেনে যখন পড়ি তখন প্রথম শাড়ি পরে স্কুলে যাব। তো সেজগুজে শাড়ি পরে স্কুলে গেছি।

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী: ছোটবেলায় বাড়িতে পুজো হত, আমরা যেখানে থাকতাম সেখানকার কমিউনিটি হলে পুজো হত, ক্লাবে পুজো হত। একদম যখন ছোট তখন শুধু হাঁ করে পুজো দেখতাম আর কখন প্রসাদ খাব সেটা ভাবতাম। তখন বড়রা বলে দিয়েছিল পুজোর আগে কুল খেলে কিন্তু পরীক্ষায় ফেল করে। তাই একদম কুল খাবে না। সেই ভয়ে কুল খেতাম না অপেক্ষা করতাম কখন পুজো হবে আর কুল খাব। একটু বড় হয়ে পুজোর অন্য দায়িত্বগুলোও পালন করতাম। ক্লাস সেভেনে যখন পড়ি তখন প্রথম শাড়ি পরে স্কুলে যাব। তো সেজগুজে শাড়ি পরে স্কুলে গেছি। স্কুলের সামনে গাড়ি থেকে যেই নেমেছি আর শাড়ির কুচিটা পুরো খুলে গেল। তখন সরস্বতী পুজো মানেই ছেলেরা দাঁড়িয়ে থাকত মেয়েদের দেখার জন্য। আমার সে কী অস্বস্তি, লজ্জা— কোনওমতে কুচি তুলে ধরে দৌড়ে স্কুলের ভিতরে। সিনিয়র দিদিদের কাছে গিয়ে বললাম শাড়িটা পরিয়ে দিতে। যখন আর একটু বড় হলাম তখন ক্লাস নাইনে পড়ি। সরস্বতী পুজোর দিন বেরিয়ে দেখলাম একটি ছেলে আর একটি মেয়ে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। মনটা রোম্যান্টিক হয়ে গেল। এই সব টুকরো টুকরো নানা স্মৃতি রয়েছে সরস্বতী পুজোকে ঘিরে। বিয়ের পর আমার নিজের নাচের স্কুল ‘ইন্দ্রাণী দত্ত কলা নিকেতন আ কালচারাল সেন্টার’-এ পুজো শুরু করলাম। কুড়ি বছর ধরে একটানা পুজো হয়ে আসছে। আমার ছাত্রছাত্রীরা, তাঁদের বাবা-মায়েরা প্রতিবছর আসে এই পুজোয়, আমার কিছু বন্ধুবান্ধব, সংবাদমাধ্যমের বন্ধুরা নিজেরাই আসে। কভার করে। খুব ভাললাগে সব মিলিয়ে। দারুণ খাওয়াদাওয়ার আয়োজন করি প্রতিবার। কোনওবার খিচুড়ি তো কোনওবার পোলাও, স্টাফড আলু, লাবড়া, বাঁধাকপি, পায়েস, চাটনি সব হয়। স্কুলের হলঘরে একটা ছোটখাটো নাচের অনুষ্ঠান করে আমার ছাত্রছাত্রীরা। গতবার একটু কম আয়োজন করেছি প্যানডেমিকের জন্য। কিন্ত আজকের পুজোটা আমার কাছে বিশেষ কারণ, এ বছর প্রথম আমি বাড়িতে সরস্বতী পুজো করছি। অতিমারির জন্য আমার অনেকে ছাত্রছাত্রী আসতে পারবে না তাই পুজোটা বাড়িতেই করব ভেবেছিলাম। খুবই এক্সাইটেড আমি। মা আমার বাড়িতে এসছে এবছর। সব আয়োজন আমি করেছি। আমার হাজব্যান্ড বাজার করে দিয়েছেন। মেয়ে আর আমি দুজনে মিলে ডেকরেশন আরও সব পুজোর কাজ করেছি। সবাই মিলে মায়ের আরাধনা করছি।

আরও পড়ুন:Sourav Ganguly: বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রীর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি

Previous articleCandidate List: প্রার্থী অপছন্দ! কয়েক জায়গায় বিক্ষোভ শাসকদলের নেতা-কর্মীদের 
Next articleভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে, হিজাব বিতর্কে টুইট রাহুলের