Tuesday, November 4, 2025

Lata mangeshkar : কোটি কোটি গুণমুগ্ধকে কাঁদিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সুরসম্রাজ্ঞী লতা

Date:

Share post:

একটি জীবনের অবসান। শেষ হল একটি অধ্যায়ের । সেই সঙ্গে একটি যুগেরও ইতি হল। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই । পঞ্চভূতে বিলীন হয়ে গেল তাঁর নশ্বর দেহ । পড়ে রইল ৩০ হাজারেরও বেশি গানে সমৃদ্ধ লতাজির সৃষ্টিসম্ভার।

রবিবার সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। দুপুর ১টা ১৫ নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাসভবন ‘প্রভুকুঞ্জে’। এখানে প্রয়াত লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অমিতাভ বচ্চন, জাভেদ আখতার প্রমূখ শিল্পী।

সেখানে শেষশ্রদ্ধা জানানোর পর বিকেল চারটেয় শুরু হয় শেষযাত্রা। দীর্ঘ পথ শোভাযাত্রা করে মরদেহ নিয়ে আসা হয় শিবাজি পার্কে। শেষ যাত্রায় সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের রাস্তায় অগণিত ভক্তের ঢল নামে। সামিল হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী ও রাজনীতিকদের সঙ্গে সাধারণ মানুষও।

 

শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানান সস্ত্রীক সচিন তেন্ডুলকর। শ্রদ্ধা নিবেদন করেন বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান , বিদ্যা বালান , রণবীর কাপুর , সিদ্ধার্থ রায় কাপুর প্রমূখ।

এদিন সকালে হাসপাতাল থেকে প্রথমে বাড়ি। তারপর সেখান থেকে শিবাজি পার্ক পর্যন্ত প্রায় ২০ জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক সহ ২ হাজার ৭০০ জন পুলিশকর্মী লতাজির শেষকৃত্যের দায়িত্বে ছিলেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শুরু হয় লতা মঙ্গেশকরের। শেষকৃত্য সম্পন্ন করতে ৮ জন পুরোহিতের একটি দল তৈরি করা হয়েছিল।

বৈদিক ও হিন্দুমতে এই বিশেষ দলটি মন্ত্রাগ্নি নিয়ম -অনুষ্ঠানটি সম্পন্ন করেন। প্রধান পুরোহিত সতীশ ঘোড়গের নেতৃত্বে আধ ঘণ্টার এই নিয়মটি পূর্ণ হিন্দুমতে অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে মুম্বইয়ের পুরকর্মীদের সঙ্গে নিয়ে শিল্পীর পরিবারের সদস্যরা এবং পুরোহিতরা তাঁর পার্থিব দেহ দাহ করার জন্য কাঠের চিতা প্রস্তুত করেছিলেন।

গান স্যালুট শেষ হবার পরেই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে লতাজির নশ্বর দেহ দাহ করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। জ্বলে ওঠে অগ্নিকুণ্ড। ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হয়ে যান লতা মঙ্গেশকর।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...