Friday, November 7, 2025

Lata Mangeshkar:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজী পার্কে লতার শেষকৃত্য সম্পন্ন হবে

Date:

চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ২৭ দিনের লড়াই শেষ করে আজ সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য হবে৷ উদ্ধব ঠাকরে জানিয়েছেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।তাই হাসপাতাল থেকে তাঁর বাসভবনে কড়া পাহাড়ায় নিয়ে যাওয়া হবে কিংবদন্তীর মরদেহ। জানানো হয়েছে, সুরসম্রাজ্ঞীর মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় সব ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে। আগে পরে কোনও প্রাইভেট গাড়ি থাকবে না।

আরও পড়ুন:Lata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”

জানা গেছে,দুপুর  ১২টা ১৫মিনিটের আশেপাশে কিংবদন্তীর দেহ প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রভুকুঞ্জের বাসভবনে বিকেল ৪টে পর্যন্ত শায়িত থাকবে লতার দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের শিবাজী পার্কে। আজ লতার বাসভবনে অবাধে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন লতার ভক্ত ও অনুরাগীরা। এরপর সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

কেন্দ্রের তরফে লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দু’দিন ধরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই এই সিদ্ধান্ত কেন্দ্রের৷ রাষ্ট্রীয় শোক চলাকালীন সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না৷

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version