Election : বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট চাইল আদালত

বিধাননগর পুরভোটে (bidhannagar election) কেন্দ্রীয় বাহিনী দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ( Kolkata highcourt। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল ।

মামলাকারীদের বক্তব্য ছিল, পুরভোটের আগে ছোট-বড় নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই আছে বিধাননগরে। রোজই কোনও না কোনো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে। তাই মামলাকারীদের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই বিধাননগরে ভোট সম্ভব নয়। মামলাকারীদের অভিযোগ, নিত্যদিনের এই সব অশান্তির ঘটনায় রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ করছে না ।পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট অসম্ভব। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনকে কোর্ট -এর কাছে সুস্পষ্ট রিপোর্ট দিতে হবে । বিধাননগর পুরোভোটে আদৌ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা আগামী তিন দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে । রাজ্য ও কমিশন উভয়কেই আদালতের কাছে জবাব দিতে হবে। এদিন আদালত জানিয়েছে শুধু বিধাননগর নয়, যে যে এলাকায় পুরভোট রয়েছে এবং সেইসঙ্গে ভোট নিয়ে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেই সব জায়গাতেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কী না তাও আদালতের কাছে স্পষ্ট করে জানাতে হবে । রাজ্য ও কমিশন উভয়কেই এর জবাব দিতে হবে ।

 

 

Previous articleপ্রাণঘাতী হামলার শিকার হওয়া ওয়েইসির দীর্ঘায়ু কামনায় ১০১ ছাগল বলি ব্যবসায়ীর
Next articleমুজাফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয় ,বিজেপির চাপ বাড়িয়ে হুঁশিয়ারি টিকায়েতের