Saturday, November 8, 2025

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আগেই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে লড়বেন না তাঁরা। তবে সমর্থন জানাবেন সমাজবাদী পার্টিকে। তাঁকে সেখানে অখিলেশ যাদবের (Akhilish Yadav) হয়ে প্রচারের জন্য আমন্ত্রণ জানাতে কলকাতায় এসেছিলেন সমাজবাদী পার্টির (Samajbadi Party) নেতা কিরণময় নন্দ। সেইমতো ৮তারিখ লখনউয়ে (Lucknow) অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল জনসভা রয়েছ ও সাংবাদিক বৈঠক রয়েছে মমতার। তার আগে সোমবার বিকেলে সেখানে গেলেন তিনি। যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, সমাজবাদী পার্টির প্রতি তাঁর নৈতিক সমর্থন রয়েছে।

মমতা বলেন, অখিলেশ যাদব আমন্ত্রণ জানিয়েছিলেন বলে লখনউ যাচ্ছি। আমি চাই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি জিতুক। আমার নৈতিক সমর্থন রয়েছে”।

তৃণমূল (Tmc) নেত্রী বলেন, বিজেপিকে (Bjp) হটাতে এক সঙ্গে ভোটের লড়াই করলে ভালো হত। কিন্তু বিজেপি বিরোধী ভোট কাটতে যান না তৃণমূল সুপ্রিমো। সমাজবাদী পার্টিকে সমর্থন করছে তৃণমূল।

বিধানসভা নির্বাচনের না হলেও, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পাঞ্জাবেও তৃণমূল লড়াই করবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের পুরভোটের তালিকা নিয়ে কোনো অসন্তোষ নেই। সুব্রত বক্সি-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন তাই চূড়ান্ত। জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version