Friday, November 7, 2025

Atk Mohunbagan: হায়দরাবাদকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্দোর

Date:

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে ড্র করে, মঙ্গলবার আরও একটা কঠিন ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ আইএসএলে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থলেমিউ ওগবেচেকে সামলানোই সব থেকে বড় পরীক্ষা হতে যাচ্ছে সবুজ-মেরুন রক্ষণের। হায়দরাবাদকে হারাতে পারলে ফের লিগের প্রথম চারে ঢুকে পড়তে পারবে জুয়ান ফেরান্দোর দল।  দল চোট সমস্যা থেকে পুরোপুরি বেরোতে পারেনি। রয় কৃষ্ণা এখনও পুরোপুরি ফিট নন। মঙ্গলবারের ম্যাচেও তাঁকে নিয়ে রয়েছে ধোঁয়াশা। ডেভিড উইলিয়ামস আগের ম্যাচে চোট পেলেও এখন ফিট। তিনি হয়তো প্রথম থেকেই শুরু করবেন। উইলিয়ামসকে এক স্ট্রাইকার রেখেই দল সাজাতে পারেন বাগানের স্প্যানিশ কোচ। পিছন থেকে হুগো বোউমাস, লিস্টন কোলাসো, মনবীর সিংকে দিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে গোলমুখ খুলতে চান জুয়ান। ওগবেচের মতো স্ট্রাইকারকে আটকাতে সন্দেশ ঝিঙ্গানকে খেলিয়ে রক্ষণ মজবুতের পরিকল্পনাও থাকতে পারে কোচের। ম্যাচের আগে অবশ্য রণকৌশল ফাঁস করেননি জুয়ান। স্প্যানিশ কোচ বলেন, ‘‘শুধু ওগবেচেকে নিয়ে পরিকল্পনা করে তো লাভ নেই। ওগবেচের পিছনে গোটা দল আছে, ওরাই ওকে বল বাড়াবে। ওদের গোটা দলকেই আটকাতে হবে।”

এদিকে ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলা শেষের পাঁচ মিনিট আগে নামিয়েছিলেন। মঙ্গলবার কি তরুণ ফুটবলার আরও আগে নামতে পারেন? উত্তরে এদিন জুয়ান বলেন, ‘‘কিয়ান একশো শতাংশ তৈরি নয়। কারণ, ওর হাঁটুতে কিছু সমস্যা রয়েছে। ওকে বিশেষ মুহূর্তে নামানো যেতে পারে। যেমন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওকে নামিয়েছিলাম সিস্টেম বদল করার জন্য। এতে ওর ভূমিকা ছিল। কিন্তু মুম্বই ম্যাচে যে নতুন সিস্টেমে খেলি, তাতে ওকে দরকার ছিল না। শুধু ওকে নামিয়ে চোটের ঝুঁকি বাড়ানোর মানে নেই।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version