Thursday, November 13, 2025

PM CARES: ১০ হাজার কোটি থেকে খরচ মাত্র ৪০০০ কোটি, ফের তোপের মুখে কেন্দ্র

Date:

পিএম কেয়ার(PM Cares) তহবিল নিয়ে ফের একবার তোপের মুখে পড়তে হলো কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi Govt)। শুরুতে এই তহবিল নিয়ে কোনও অডিট রিপোর্ট প্রকাশ্যে জানতে চায়নি বিজেপি(BJP) সরকার। যার জেরে বারবার সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধিরা। এবার অবশ্য রিপোর্ট প্রকাশে আনা হয়েছে আর সেখানে দেখা গেল জমা পড়া প্রায় ১১ হাজার কোটি টাকা থেকে এতদিনে মোদি সরকার খরচ করেছে ৩৯৭৬ কোটি টাকা।

সম্প্রতি আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই তহবিলে প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। এর ৬৪ শতাংশ জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। এখনও কেন্দ্রের হাতে রয়েছে ৭ হাজার ১৪ কোটি টাকা।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় মৃতদেহ ভাসানোর কোনও তথ্যই নেই মোদি সরকারের কাছে

যদিও হিসেব প্রকাশ্যে আসার পর বিরোধীদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই হিসেব স্বচ্ছ নয়। গোটা দেশ যখন করোনার জেরে গভীর সংকটের মধ্যে ঠিক সেই সময় কেন এই তহবিলের ৬৪ শতাংশ টাকা খরচ করা হলো না? রাহুল গান্ধী আবার সরাসরি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর যে হিসেব দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় পিএম কেয়ার তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানানো হয়েছিল দেশে বিপর্যয় মোকাবিলা করতে এই তহবিল থেকে টাকা খরচ করা হবে। প্রধানমন্ত্রীর আবেদনেই তহবিলে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিদেশি নাগরিক ও বিভিন্ন সংস্থা বিপুল পরিমান অর্থ দান করেন। এদিকে অডিট বা আরটিআইয়ের ঊর্ধ্বে রাখা হয় এই তহবিলকে। যা নিয়ে প্রশ্ন তোলে বিরোধিতা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version