Sunday, November 9, 2025

হিজাব বিতর্ক: কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু পড়ুয়াদের হিজাব পরার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে কর্ণাটকে(Karnataka)। এহেন পরিস্থিতির মাঝেই এবার পদক্ষেপ নিলেন সেখানকার মুখ্যমন্ত্রী(CM) বাসবরাজ বোম্মাই(Basavaraj Bommai)। কোনরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ৩ দিনের জন্য কর্নাটকের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন তিনি।

এদিন এক টুইট বার্তায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লেখেন, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ম্যানেজমেন্টের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি আগামী তিন দিনের জন্য সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।” এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৫ কলেজ পড়ুয়া তরুণী। আজ এই মামলার শুনানি চলাকালীন আদালতের তরফে স্টুডেন্ট ও সমস্ত মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়। বিচারপতি কৃষ্ণা শ্রীপাদ বলেন, জনগণের বুদ্ধিমত্তার ওপর পূর্ণ ভরসা রয়েছে আদালতের। আদালত গোটা বিষয়টি বিবেচনাপূর্ণ ভাবে দেখছে। বুধবারও এই মামলার শুনানি রয়েছে আদালতে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক চরম আকার নিয়েছে। কর্নাটকের এক সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে কিছু ছাত্রীর হিজাব পরার ঘটনা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। উদুপির (Udupi) একটি কলেজে শুরু হওয়া হিজাব সমস্যা জেলার অন্যান্য স্কুলেও ছড়িয়ে পড়ে। কুন্দাপুরার (Kundapura) একটি সরকারি কলেজ সেখানে ছাত্রীদের হিজাব পরে কলেজে আসতে না করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে হিজাবের বিরুদ্ধে হিন্দু ছাত্ররা গেরুয়া শাল গায়ে দিয়ে কলেজ আসতে শুরু করে। এহেন অবস্থায় যেকোনো দিন পরিস্থিতি হিংসাত্মক রূপ নিতে পারে আশঙ্কা করে ৩ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল সরকার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version