Wednesday, November 5, 2025

Corona Update: করোনা কি শেষ? কোভিড নিয়ে বড় আপডেট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

অতিমারির(COVID 19) দাপট কি শেষ? নাকি এখনও আছে কিছু বাকি? কতটা নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি? এবার এইসব প্রশ্নের উত্তর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা( World Health Organization)।কোভিডের(COVID 19) শক্তি কমেছে কিন্তু আগামি দিনে কোভিড বিলুপ্ত হবে এই ভাবনা ভুল, স্পষ্ট জানাল হু(World Health Organization)।

করোনা ভাইরাস নিয়ে এবার বড়সড় বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডাঃ টেড্রোস আধানম গেব্রেয়েসাস । তিনি জানান আপাত দৃষ্টিতে অনেকের মনে হচ্ছে কোভিড প্রায় শেষ! কিন্তু এমন ধারণা করা উচিত নয়। তিনি জানান শুধু আগামি কয়েকমাস নয়, গোটা বিশ্বজুড়ে আরও কয়েক দশক ধরে কোভিড ১৯ থাকবে। আর যাঁদের কোমর্বিডিটি আছে তাঁদের ক্ষেত্রে এই রোগ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ডঃ টেড্রোস জানান যে বর্তমানে কমনওয়েলথ দেশগুলির জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন। পাশাপাশি  তিনি জানান দেশগুলির মধ্যে ব্যাপক টিকা বৈষম্য রয়েছে।

সম্প্রতি করোনা ভাইরাসের নতুন স্ট্রেন অনেকটাই সমস্যা বাড়িয়েছে।বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অমিক্রণ। সম্প্রতি এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকার আশঙ্কা করছেন গবেষকরা।
মঙ্গলবার হু-এর বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের জানিয়েছেন, বিএ.২’-এর সম্পর্কে এখনও বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই রূপটি ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন।


তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। দরকার টিকাকরণ আর প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version