Sunday, November 9, 2025

Congress: শেষপর্যন্ত বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ বর্মন ও আশিস কুমার

Date:

সব জল্পনার শেষ৷ দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সোমবার বিজেপি ছেড়েছিলেন। গন্তব্য নয়াদিল্লি। আজ মঙ্গলবার কংগ্রেসে যোগ (Congress Joins) দিলেন ত্রিপুরার (Tripura BJP) দুই বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ও আশিস কুমার (Ashis Kumar) ৷

এদের দু’জনেই বিজেপির পদ্ম ছেড়ে কংগ্রেসের হাত ধরায় ত্রিপুরা বিজেপি বড় ধাক্কা খেল ফলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন- Covid Update:স্বস্তি দিয়ে কমছে দেশের দৈনিক করোনা আক্রান্ত,নিম্নমুখী সংক্রমণের হারও
প্রসঙ্গত, ত্রিপুরা পুরভোটের আগে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সুদীপ রায় বর্মন৷ সে সময়ই ইঙ্গিত দিয়ে ছিলেন পদ্ম ছাড়ার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম না করেই তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন৷ একই সঙ্গে সুদীপ জানিয়েছিলেন, হুজ্জতি করে দলের বদনাম করছেন বিপ্লব দেব৷
তিনি বলেন, ‘‘বিজেপি নেতৃত্ব তো কাউকে হামলা করা, গুলি চালানো, রক্তপাত ঘটানোর নির্দেশ দেয়নি। আমাদের মতো অগণিত বিজেপি কর্মী, সমর্থকদের একটাই চিন্তা, এসব করে বিজেপি, প্রধানমন্ত্রীর দুর্নাম করেছে। পুর নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে ভোট হলে খুব খুশি হতাম। কিন্তু তা হয়নি৷ মানসিক বিকৃতির শিকার এমন নেতার নির্দেশে গোটা রাজ্য জুড়ে রক্তপাত-হামলা-গুলি চলেছে। যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা বিজেপি-র কর্মী নন। কট্টর বামপন্থী ঘরানার।
এই দুই বিধায়কের দলত্যাগ ত্রিপুরা বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version