Wednesday, November 5, 2025

আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

Date:

একুশে বাংলার ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “হোম ম্যাচে” ভাঙা পায়ে খেলেই ডজন ডজন গোল দিয়েছেন গেরুয়া শিবিরকে। এবার “আওয়ে ম্যাচে” মোদি-যোগী-অমিত শাহদের ঘরে হানা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্পিরিটকে কাজে লাগাতে মরিয়া উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিও। সপা সুপ্রিমো অখিলেশের অনুরোধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী। লখনউ বিমানবন্দরে নেমেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মমতাকে কাছে পেয়ে সমাজবাদী পার্টির কর্মীসমর্থক, নেতা-নেত্রীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যোগীকে ক্ষমতাচ্ছ্যুত করতে যেন অক্সিজেন জোগালেন তৃণমূল নেত্রী। অন্যদিকে মমতা উত্তরপ্রদেশে পা রাখতেই হাড়ে কাঁপুনি বিজেপি শিবিরের।

আরও পড়ুন:Sandhya Mukhopadhaya:কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

আজ, মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। এরপর দ্বিতীয় দফার প্রচারে মার্চের প্রথম সপ্তাহে বারাণসীতে মোদির কেন্দ্রে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করারও কথা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তৃণমূল দলীয় প্রতীকে লড়াই করার ঘোষণা করলেও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে ঘাসফুল শিবির।

উত্তরপ্রদেশ যাওয়ার আগেই নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আক্ষেপের সুরে তিনি জানান, কংগ্রেসের গড়িমসিতেই উত্তরপ্রদেশে বিরোধীরা জোট গড়ে লড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “একসঙ্গে জোট বেঁধে লড়লে ভাল হত। ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি। অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে। বিজেপির বিরুদ্ধে অখিলেশ যে লড়াই করছে, তাঁর সঙ্গে সবার থাকা উচিত। আমরা উত্তরপ্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি।”

Related articles

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...
Exit mobile version