Tuesday, August 26, 2025

আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

Date:

একুশে বাংলার ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “হোম ম্যাচে” ভাঙা পায়ে খেলেই ডজন ডজন গোল দিয়েছেন গেরুয়া শিবিরকে। এবার “আওয়ে ম্যাচে” মোদি-যোগী-অমিত শাহদের ঘরে হানা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্পিরিটকে কাজে লাগাতে মরিয়া উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিও। সপা সুপ্রিমো অখিলেশের অনুরোধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী। লখনউ বিমানবন্দরে নেমেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মমতাকে কাছে পেয়ে সমাজবাদী পার্টির কর্মীসমর্থক, নেতা-নেত্রীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যোগীকে ক্ষমতাচ্ছ্যুত করতে যেন অক্সিজেন জোগালেন তৃণমূল নেত্রী। অন্যদিকে মমতা উত্তরপ্রদেশে পা রাখতেই হাড়ে কাঁপুনি বিজেপি শিবিরের।

আরও পড়ুন:Sandhya Mukhopadhaya:কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

আজ, মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। এরপর দ্বিতীয় দফার প্রচারে মার্চের প্রথম সপ্তাহে বারাণসীতে মোদির কেন্দ্রে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করারও কথা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তৃণমূল দলীয় প্রতীকে লড়াই করার ঘোষণা করলেও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে ঘাসফুল শিবির।

উত্তরপ্রদেশ যাওয়ার আগেই নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আক্ষেপের সুরে তিনি জানান, কংগ্রেসের গড়িমসিতেই উত্তরপ্রদেশে বিরোধীরা জোট গড়ে লড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “একসঙ্গে জোট বেঁধে লড়লে ভাল হত। ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি। অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে। বিজেপির বিরুদ্ধে অখিলেশ যে লড়াই করছে, তাঁর সঙ্গে সবার থাকা উচিত। আমরা উত্তরপ্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি।”

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version