Wednesday, November 5, 2025

গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৯ দফতরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Date:

কেন্দ্রের কাছে বিপুল অর্থ প্রাপ্য রয়েছে রাজ্যের। যদিও সেই টাকা দিচ্ছেনা কেন্দ্রীয় সরকার(Central Govt)। তবে রাজ্যের পরিকাঠামো ও উন্নয়নের কাজ যাতে থেমে না থাকে তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিল সরকার। রাজ্যবাসীর জন্য মানবিক প্রকল্প গুলি চালানো ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন করে মানুষের কর্মসংস্থান ও আর্থিক ভিত্তি মজবুত করার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেহেতু রাজ্যের ৯টি দপ্তরকে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। গ্রামীণ অর্থনীতির(Village Economy) প্রতিটি ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ ও প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত দফতরগুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গ্রামের মানুষের জীবনযাত্রা ও আর্থিক মানোন্নয়নের সঙ্গে জড়িত ৯টি দপ্তরকে মোট ৪৮৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্যে ‘রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড’ বা ‘RIDF’–এর অধীনে যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলি যাতে ভালোভাবে চলতে পারে, তার জন্যই এই অর্থ। ৯টি দপ্তরের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর। প্রায় ১৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে। এরপরই রয়েছে পূর্ত দফতর। গ্রামীণ পরিকাঠামো প্রকল্পগুলির জন্য পূর্ত দপ্তরকে দেওয়া হচ্ছে ১৫৫ কোটি। বিদ্যুৎ দপ্তরকে দেওয়া হচ্ছে ৪০ কোটি। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হচ্ছে ৩৫ কোটি টাকা, সমবায় দপ্তরকে দেওয়া হচ্ছে ২৫ কোটি টাকা, সেচ পাচ্ছে ২২ কোটি, কারিগরী শিক্ষা, প্রশিক্ষণের জন্য ব্যয় করা হচ্ছে ১৫ কোটি, খাদ্য দপ্তরকে দেওয়া হচ্ছে ১৩ কোটি এবং প্রাণী সম্পদ বিকাশ দফতর পাচ্ছে ৬ কোটি টাকা।

আরও পড়ুন:SSC: এসএসসি গ্রুপ-ডি  পদে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট

উল্লেখ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রীর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন অযথা খরচ করা যাবে না। জরুরী প্রকল্প ছাড়া নয়া প্রকল্প চালু করা হবে না, পাশাপাশি যে প্রকল্পগুলি চলছে তার কাজ দ্রুত শেষ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এবার গ্রাম উন্নয়ন সম্পর্কিত দপ্তর গুলিকে আর্থিক বরাদ্দ করল অর্থ দপ্তর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version