Tuesday, August 26, 2025

খায়রুল আলম , ঢাকা: বাংলাদেশের(Bangladesh) সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধার জাওরানী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিককে(Indian citizen) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) সদস্যরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।

এর আগে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জাওরানী ক্যাম্পের টহল দল। আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গিদালদাহ গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নম্বর মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় প্রবেশ করলে ভারতীয় নাগরিক আব্দুর রহিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেন।

আরও পড়ুন:Rishra: উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিষড়ায় প্রচার তৃণমূলের

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version