Tuesday, May 13, 2025

পুরভোটের দিনক্ষণ ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হুগলির (Hoogli) বারোটি পুরসভার অন্যতম রিষড়া পুরসভায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে উঠেছে। বুধবার, মনোনয়ন জমা দিয়েছেন শাসকদল তৃণমূল (Tmc)-সহ বিরোধী বিজেপি (Bjp), কংগ্রেস (Congress) এবং বামফ্রন্ট (Left) প্রার্থীরা।

দেওয়াল লেখা থেকে শুরু করে কোভিড (Covid) বিধি মেনে ছোট ছোট গ্রুপ মিটিং এবং কর্মিসভা করছে তৃণমূল। রিষড়া পুরসভার বিদায়ী প্রধান বিজয় সাগর মিশ্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) নেতৃত্বে সারারাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে সেই উদাহরণ তুলে ধরেই প্রচার শুরু হয়েছে। রাস্তা থেকে আলো, জঞ্জাল সাফাই, শিক্ষা, পানীয়জল সব ক্ষেত্রেই উন্নতি ঘটেছে এই পুর বোর্ডের আমলে। 23 টি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা কংক্রিটের করা হয়েছে।

আরও পড়ুন:Viral Video – classroom :  ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর হাতাহাতি, ভাইরাল হল ভিডিও

বিজয়সাগর মিশ্র (Bijay Sagar Mishra) বলেন, বাম আমলে এখানকার বাঙ্গুর পার্ক এলাকায় একটি মাতৃসদন তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অবহেলায় সেটা জীর্ণ দশায় মধ্যে পড়েছিল। কিন্তু তৃণমূলের এই পুরবোর্ডের আমলে সেটিকে একটি ঝাঁ চকচকে অত্যাধুনিক স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হয়েছে। পাঁচতলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক স্বাস্থ্যব্যবস্থা।

যে রবীন্দ্রভবনটি ছিল তার আমূল পরিবর্তন করে একেবারে আধুনিক প্রেক্ষাগৃহে রূপ দেওয়া হবে। আগামী দু’মাসের মধ্যেই রবীন্দ্র ভবনটি চালু হয়ে করা যাবে। পাশাপাশি, রিষড়া সেবা সদনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কমিউনিটি হলে ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই সব পরিষেবা ও উন্নয়নকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে তৃণমূল। তবে, প্রচারের ময়দানে সেভাবে দেখা মিলছে না বিরোধীদের।

Related articles

রাজ্যের পরিবহণে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...
Exit mobile version