Sunday, August 24, 2025

Mamata: ঠিকানা হল মানুষের সবচেয়ে বড় আশ্রয়: উদ্বাস্তুদের জমির পাট্টা দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Date:

২৬১উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হল। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার পরিবারকে।

উদ্বাস্তুদের জমির পাট্টা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেই মতো গত তিনবছরে ২৭ পাট্টা বিলি হয়েছে। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Indoor Stadium) ২৬১উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হল। মোট ৫২ হাজার মানুষ উপকৃত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঠিকানা হল মানুষের সবচেয়ে বড় আশ্রয়। জমির পাট্টার পাশাপাশি রাজ্য সরকারি প্রকল্পে বাড়িও পাবেন বাংলার মানুষ। যারা বাড়ি করতে পারবেন না, তাদের সাহায্য করবে সরকার। মতুয়ারাও জমির পাট্টা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বনহুগলি, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জায়গায় উদ্বাস্তু কলোনি হয়েছে বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পে দেশের মধ্যে প্রথম বাংলা। চা-বাগানের শ্রমিকদের জন্য হচ্ছে ‘আমার বাড়ি’। মেদিনীপুর এলাকায় খাসমহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করা হয়েছে। ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও ১২ হাজার পরিবারকে। যত কলোনি আছে প্রত্যেকটি আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাট্টাও সময়ে সময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মমতা বলেন, দীর্ঘদিন ধরে উদ্বাস্তুদের অধিকারের জন্য লড়াই করেছেন তিনি। যখন সাংসদ ছিলেন তখন এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সংসদে। তার জেরেই আইন সংশোধন করা হয়েছে

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version