Monday, August 25, 2025

Book Fair: কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ, লোগো উন্মোচন ঘিরে উন্মাদনা

Date:

করোনা আবহে কোভিড বিধি মেনেই ২৮ ফেব্রুয়ারি শুরু হবে এবারের ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই নিয়ে তৃতীয়বারের জন্য থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত, করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে ।
প্রতিদিন বেলা১২ টা থেকে ৮ টা অবধি মেলা খোলা থাকবে। করোনার কারণে গত বছর বইমেলা হয়নি। তাই এই বছর সুষ্ঠভাবে বইমেলা আয়োজন করা চ্যালেঞ্জ গিল্ডের কাছে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবে না। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হয়। এটি শিল্পরূপ দিয়েছেন শিল্পী মাসুম রহমান। বাংলাদেশের বিশিষ্ট কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তিনি বলেন, কলকাতা বাংলাদেশের এক অনন্য বন্ধু । কলকাতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত।

গিল্ড কর্তৃপক্ষ জানান,আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন। এবং ৮৫টি স্টল বাংলাদেশের। প্রায় ৬০০ টি স্টল থাকবে। লিটিল ম্যাগাজিন এর প্রায় ২০০ টি স্টল থাকবে বইমেলায়। ৯ টি গেট থাকবে। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ।

রাজ্যের এবং দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করবেন। ৩ এবং ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ মার্চ উদযাপন হবে শিশু দিবস। ১১ এবং ১২ মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version