Tuesday, August 26, 2025

UP Assembly Election: আজ উত্তরপ্রদেশের ৫৮ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ

Date:

আজ, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট ১১ জেলার ৫৮ বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে সন্ধে ছটা পর্যন্ত। মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার। সেই সাত দফা ভোটের আজকেই প্রথম দফা।

আরও পড়ুন:বুথে বুথে সশস্ত্র বাহিনী, QRT! পুরনিগমের ভোটে নিরাপত্তা সুনিশ্চিতে কমিশনের দুর্গ

উত্তরপ্রদেশের এই অঞ্চল কৃষক ও জাঠ বহুল। ফলে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে ভোটের সমীকরণ আগের ভোটের তুলনায় কিছুটা বদল হবে বলে মনে করা হচ্ছে।  ২০১৭-র নির্বাচনে এই পর্বে যে ৫৮ আসনে ভোট হচ্ছে, সেগুলির মধ্যে ৫৩ টিতেই জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এই বার কৃষক আন্দোলনের জেরে রাজ্যের শাসক দলের পক্ষে লড়াই আগের মতো সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। প্রথম দফায় মোট ২.২৮ কোটি ভোটার ৯ মন্ত্রী সহ ৬২৩ জন প্রার্থীর ভোট-ভাগ্য নির্ধারন করবেন।

এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রতিপক্ষ সমাজবাদী পার্টি। সপার প্রধান অখিলেশ যাদব ও আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী হাত মিলিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন। পশ্চিম উত্তরপ্রদেশ আরএলডি-র গড় বলে মনে করা হয়। বাবা অজিত সিংহের মৃত্যুর পর জয়ন্ত চৌধুরীর ভোটের ময়দানে এটাই প্রথম পরীক্ষা।  বিজেপি, বিএসপি ও কংগ্রেস পশ্চিম উত্তরপ্রদেশে ৫৮ আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে, সমাজবাদী পার্টি ২৮, আরএলডি ২৯ ও এনসিপি-র ১ প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এই তিন দলই জোটে সামিল।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত ভোটপর্ব চলবে। ১০ মার্চ ফলপ্রকাশ। ইতিমধ্যেই এখানে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলেছেন।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version