Wednesday, November 5, 2025

IPL 2022: আইপিএল নিলাম সামলাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান ও কন্যা সুহানা

Date:

আজ থেকে শুরু হল আইপিএল-এর (IPL 2022) মেগা নিলাম। দু’দিন ধরে চলবে । ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য ও দরদাম নির্ধারিত হচ্ছে এই নিলামে। তবে শনিবার নিলাম শুরু হতেই সকলের নজর কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্সের নিলাম টেবিল। এতদিন নিলাম টেবিলে দেখা যেত স্বয়ং মালিক শাহরুখ খান ও জুহি চাওলাকে। ব্যতিক্রম এবছর । নিলামে অংশ নিয়েছেন দ্বিতীয় প্রজন্ম । এদিন সকলে দেখলেন টেবিলে ল্যাপটপ ও কাগজপত্র হাতে নিয়ে বসে আছেন শাহরুখ -পুত্র আরিয়ান খান ( shahrukh Khan’s son Aryan Khan & daughter Suhana Khan)। সঙ্গে বোন সুহানা খান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী (daughter of juhi Chawla) ।

কলকাতা নাইট রাইডার্স নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্টে ছবি পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে দলের অন্য সদস্যদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন রয়েছেন আরিয়ান ও সুহানা। মাদক কাণ্ডের পর এই প্রথম প্রকাশ্যে আরিয়ান । আর সেই ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

গত বছর অক্টোবর মাসে মাদককাণ্ডে জড়িয়ে পড়েছিলেন আরিয়ান খান। প্রায় ২৬ দিন হাজতবাস করে বাড়ি ফিরেছিলেন আরিয়ান। এই ঘটনায় ছেলে নিজে তো বটেই গোটা খান পরিবারই মানসিক ভাবে অসম্ভব ভেঙে পড়েছিল। কিন্তু নিন্দা-সমালোচনা- বাঁকা কথা কোন কিছুকেই আমল না দিয়ে শাহরুখ যে আবার অত্যন্ত দায়িত্বসম্পন্ন বাবার মত ছেলেকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তার প্রমাণ আজকের আইপিএলের নিলাম। মাদককাণ্ড থেকে নজর সরাতে ছেলেকে ব্যস্ত করে রাখছেন বড় বড় কাজে। নিজের ব্যবসার কাজে ধীরে ধীরে যে ছেলেমেয়েদের নিয়ে আসছেন তাও শাহরুখের এদিনের পদক্ষেপে প্রমাণিত হল ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version