Saturday, August 23, 2025

বিশ্বের প্রাচীনতম এবং ধুরন্ধর পুলিশ বাহিনী লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland yard) । আর সেই স্কটল্যান্ড ইয়ার্ড তথা মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের শীর্ষপদে আসীন হতে চলেছেন এক বঙ্গসন্তান, নীল বসু। সংস্থার শীর্ষকর্তা ডেম ক্রেসিডা ডিক সদ্য ইস্তফা দিয়েছেন। সেই জায়গায় যোগ্যতম প্রার্থী হিসেবে আসীন হতে চলেছেন বঙ্গসন্তান নীল বসু । অন্তত সম্ভাবনা তেমনই।

নীল বসুর জন্ম এবং বেড়ে ওঠা সবটাই লন্ডনে। বাবা বাঙালি, পেশায় চিকিৎসক । মা বিদেশিনী, ওয়েলসের নাগরিক । নীল বসুর পুরো নাম অনিলকান্তি ‘নীল’ বসু। স্ট্যাফোর্ডের ওয়ালটন হাই স্কুল থেকে পাশ করে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন নীল। ১৯৯২ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। ২০১৪ সালে অপরাধ দমন শাখায় কমান্ডার হিসাবে নিযুক্ত হন। তিন বছরের মধ্যেই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে উত্থান। নীলের স্ত্রী নীনা। তিন পুত্র।

তবে দায়িত্ব পেলেও বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে নীল বসুকে । ক্ষমতায় এসেই নীলের প্রথম দায়িত্ব হবে লন্ডন পুলিশের ভাবমূর্তি সাফ করা। কারণ প্রাক্তন শীর্ষকর্তা ডেমের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, সমকামীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ-সহ নানা অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। এই নিয়ে ক্ষোভ বাড়ছিল সর্বত্র। বাধ্য হয়ে লন্ডনের মেয়র সাদিক খান নেতৃত্বাধীন কমিশন ক্রেসিডার কাছে জবাবদিহি করেছিল। কিন্তু ক্রেসিডার জবাবে সন্তুষ্ট হননি সাদিক। ফলে শেষ পর্যন্ত সরতেই ক্রেসিডাকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version