Friday, August 22, 2025

বীরভূমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাব, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না, বলছে তৃণমূল

Date:

যেভাবে মনোনয়নপত্র জমা দিয়ে সটান তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় কার্যালয়ে হাজির হয়ে বিরোধী প্রার্থীদের কর্মী-সমর্থক নিয়ে যোগদানের হিড়িক চলছে জেলা জুড়ে, তাতে কেউ বলতে পারছে না, আদপে জেলার পাঁচটি পুরসভার ক’টিতে ভোট হবে! ইতিমধ্যে সিউড়ি পুরসভার (Suri Municipality) ৮ টি ওয়ার্ড  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে চলে এল বলে সূত্রের খবর। ওয়ার্ডগুলি হল  ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭, ২০,২১। ৮ নং ওয়ার্ডের পর বেশি রাতে সিউড়ির ১৬ নং ওয়ার্ডে বিজেপি (BJP) প্রার্থী অপর্ণা দাস বিধায়ক বিকাশ রায়চৌধুরির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। অপর্ণা দাস বলেন, তিনি  আগে তৃণমূলে ছিলেন। প্রলোভনের ফাঁদে পড়ে বিজেপির প্রার্থী হন। শুক্রবার মনোনয়নপত্র প্রত‍্যাহার করবেন। সিউড়িতে আট ও ষোলোর পর আরও ছ’টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ী হল তৃণমূল। প্রতিক্রিয়া চাইলে সিউড়ির বিধায়ক তথা জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, এখন সবাই  গান গাইছে ‘আমায় একটু জায়গা দাও। তোমার মন্দিরে বসি।’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবই, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না। কাজের সমালোচনা না হলে ভালো লাগে? কিন্তু বিরোধীদের সংগঠন নেই। পেশাদারিত্ব নেই। শখের দল করলে হবে? মানুষ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার জন‍্য পাঁচ লক্ষ টাকা ভরে দেওয়া। মহিলাদের হাতখরচ দেওয়া। এসব কোন দল করতে পেরেছে?

রামপুরহাটেও একইভাবে বৃহস্পতিবার সন্ধেয় তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেন সিপিএম  প্রার্থী  রূপা হাজরা। পাশাপাশি মনোনয়নপত্রে তথ‍্য গোপন করার জন‍্য বাছাইপর্বে চার নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হেমা হরিজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন মহকুমা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক সাদ্দাম নাভাস। শুক্রবার রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্দীপ চক্রবর্তী বাড়ি থেকে বাইক চালিয়ে সটান রামপুরহাট দলীয় কার্যালয়ে হাজির হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। সন্দীপবাবু বলেন, আমি নিজেই চলে এসে আমাকে দলে নেওয়ার জন‍্য অনুরোধ করি। এর ফলে এগারো নং ওয়ার্ডে থাকল শুধুমাত্র কংগ্রেস (Congress) প্রার্থী অমল শেখ। তিনি আগে তৃণমূলে ছিলেন। তাঁর পুরানো দলে ফিরে আসার  সম্ভাবনা দেখা দিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এদিন রামপুরহাট পুরসভার আঠারো নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডলের নির্বাচনী এজেন্ট নারায়ণ মণ্ডল, ওই ওয়ার্ডের বিজেপি যুব মোর্চার সম্পাদক শুভজিৎ মণ্ডল তৃণমূলে যোগদান করেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী নিয়ে বুথে প্রবেশ, জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পুলিশের, কমিশনে অভিযোগ তৃণমূলের

অন‍্যদিকে, রামপুরহাট পুরসভার (Rampurhat Municipality) লোকো পাড়ার ত্রিশজন এবং  শ্রীফলা এলাকার ষোলোজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। বিজেপির জেলা সহসভাপতি শ্রাবস্তী বন্দ‍্যোপাধ‍্যায় মুখোপাধ‍্যায় ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। তিনি  আক্ষেপ করে বলেন, আমাকে একাই প্রচার করতে হবে। কর্মী-সমর্থক কেউ থাকল না। দুবরাজপুর পুরসভার আপাতত পাঁচ, আট, নয়, চোদ্দো, পনেরো-সহ মোট পাঁচটি ওয়ার্ডে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বলে জানান,  তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version