Wednesday, August 27, 2025

নিজের দল বা বিরোধী- সবাইকে টুইটে কটাক্ষ করেন তথাগত রায় (Tathagata Ray)। বিরোধীদের তো বটেই দলের নেতাদের কথায় কথায় আক্রমণ করে বসেন বর্ষীয়ান বিজেপি (Bjp) নেতা। বিরোধী শিবিরে যাওয়ার পরে তথাগত নিশানায় বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে, সেই খোঁচার মোক্ষম জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়ও।

রবিবার সকালে তথাগত রায় নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “আমার একটু দুঃখই হচ্ছে। ছেলেটাকে আমি ভালবাসতাম। ওঁর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওঁর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়-রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!” তথাগত টুইটের কারণ হল, তৃণমূলে (Tmc) যোগ দিয়েও এখনও গুরুত্বপূর্ণ পদ না পাননি বাবুল।

এর পাল্টা জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলের ভিডিও বার্তা পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে বর্ষীয়ান বিজেপি নেতাকে মোক্ষম খোঁচা দিয়েছেন বাবুল। বলেন, “আপনি যা বলেছেন তা ঠিক। আপনি আমার বাড়ি এসেছেন। একবার নয় একাধিকবার এসছেন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমার বাবার সঙ্গে গল্প করেছেন। তাই আগে দলবদল করার পরে আপনি আমায় যে ভাষায় আক্রমণ করেছিলেন তাতে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয় না। সিদ্ধান্ত নেওয়ার পর তা সঠিক করে দেখাতে হয়।” এরপর রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বাবুল সুপ্রিয় বলেন, “আমি চ্যালেঞ্জ স্বীকার করলে জয়ী হয়ে দেখাই। আমি প্রার্থনা করি যেন আপনি শতায়ু হন, তাহলে আমার সিদ্ধান্ত যে ভুল নয়, তার প্রমাণ পেয়ে যাবেন।”

আরও পড়ুন- প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

বিরোধীদের পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের একসময় নিশানা করতেন তথাগত রায়। তারপরে নিজেই জানিয়েছিলেন, এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। যদিও তারপরেও খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা। নেতৃত্ব তবে বাবুলের থেকে এরকম জবাব পাওয়ার পরে তথাগত এবার কী উত্তর দেন, আদৌ কোনও উত্তর দেন কি না সেটাই দেখার।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version