Babul-Tathagata: তথাগতর টুইটের মোক্ষম জবাব বাবুলের

টুইটে বাবুলকে খোঁচা দেন বিজেপি নেতা তথাগত রায়। পাল্টা কটাক্ষ করেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়

নিজের দল বা বিরোধী- সবাইকে টুইটে কটাক্ষ করেন তথাগত রায় (Tathagata Ray)। বিরোধীদের তো বটেই দলের নেতাদের কথায় কথায় আক্রমণ করে বসেন বর্ষীয়ান বিজেপি (Bjp) নেতা। বিরোধী শিবিরে যাওয়ার পরে তথাগত নিশানায় বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে, সেই খোঁচার মোক্ষম জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়ও।

রবিবার সকালে তথাগত রায় নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “আমার একটু দুঃখই হচ্ছে। ছেলেটাকে আমি ভালবাসতাম। ওঁর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওঁর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়-রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!” তথাগত টুইটের কারণ হল, তৃণমূলে (Tmc) যোগ দিয়েও এখনও গুরুত্বপূর্ণ পদ না পাননি বাবুল।

এর পাল্টা জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলের ভিডিও বার্তা পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে বর্ষীয়ান বিজেপি নেতাকে মোক্ষম খোঁচা দিয়েছেন বাবুল। বলেন, “আপনি যা বলেছেন তা ঠিক। আপনি আমার বাড়ি এসেছেন। একবার নয় একাধিকবার এসছেন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমার বাবার সঙ্গে গল্প করেছেন। তাই আগে দলবদল করার পরে আপনি আমায় যে ভাষায় আক্রমণ করেছিলেন তাতে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয় না। সিদ্ধান্ত নেওয়ার পর তা সঠিক করে দেখাতে হয়।” এরপর রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বাবুল সুপ্রিয় বলেন, “আমি চ্যালেঞ্জ স্বীকার করলে জয়ী হয়ে দেখাই। আমি প্রার্থনা করি যেন আপনি শতায়ু হন, তাহলে আমার সিদ্ধান্ত যে ভুল নয়, তার প্রমাণ পেয়ে যাবেন।”

আরও পড়ুন- প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

বিরোধীদের পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের একসময় নিশানা করতেন তথাগত রায়। তারপরে নিজেই জানিয়েছিলেন, এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। যদিও তারপরেও খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা। নেতৃত্ব তবে বাবুলের থেকে এরকম জবাব পাওয়ার পরে তথাগত এবার কী উত্তর দেন, আদৌ কোনও উত্তর দেন কি না সেটাই দেখার।